
এএফসি এশিয়া কাপের বাছাই পর্বে অক্টোবরে ঘরের মাঠে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে থাকছে হংকং। আর পরের সপ্তাহেই দেশটির বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলতে যাবে লাল-সবুজের প্রতিনিধিরা। আর এই দুই ম্যাচ সামনে রেখে ২৮ সদস্যদের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
বাংলাদেশের ঘোষিত এই প্রাথমিক স্কোয়াডে রয়েছেন বিদেশি লিগে খেলা ফুটবলার হামজা চৌধুরী, সামিত সোম ও ফাহমিদুল ইসলামরা। দলে নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন জায়ান আহমেদ। আছেন গেল কিছু ম্যাচে ঠিক ভাবে মাঠে নামার সুযোগ না পাওয়া অভিজ্ঞ জামাল ভূঁইয়াও।
আগামী ৯ অক্টোবর ঘরের মাঠ জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর ১৪ অক্টোবর হংকংয়ের মাঠে খেলতে যাবে হামজা-সামিতরা।
বাংলাদেশ দলের প্রাথমিক স্কোয়াড-
গোলরক্ষক: মিতুল মারমা, মোঃ সুজন হোসেন, মোঃ মেহেদী হাসান শ্রাবণ।
ডিফেন্ডার: তপু বর্মন, মোঃ সাদ উদ্দিন, তারিক রহমান কাজী, মোঃ মেহেদী হাসান, মোঃ রহমত মিয়া, মোঃ শাকিল আহমেদ তপু, মোঃ তাজ উদ্দিন, জায়ান আহমেদ, মোঃ আব্দুল্লাহ ওমর সজীব।
মিডফিল্ডার: মোঃ হৃদয়, সৈয়দ শাহ কাজেম কিরমানি, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোঃ সোহেল রানা, হামজা চৌধুরী, সমিত শোম, শেখ মোরসালিন।
ফরোয়ার্ড: ফাহমেদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহিম, আল আমিন, মোঃ শাহরিয়ার ইমন, মোঃ ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন, আরমান ফয়সাল আকাশ ও সুমন রেজা।
ক্রিফোস্পোর্টস/২৮সেপ্টেম্বর২৫/এফএএস
