
গত মাসে এশিয়া কাপে ইনজুরিতে পড়েছিলেন লিটন দাস। ইনজুরির কারণে সুপার ফোরের শেষ দুটি ম্যাচে খেলতে পারেননি তিনি। এরপর পুরো আফগানিস্তান সিরিজ এবং ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজও মিস করেছেন তিনি। তবে চোট কাটিয়ে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে একমাস পর মাঠে ফিরতে যাচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সিরিজে দলের নিয়মিত অধিনায়ক লিটন দাসের এর নেতৃত্বেই খেলবে টাইগাররা। তবে সবশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন।
মূলত লিটনকে জায়গা করে দিতেই বাদ পড়তে হয়েছে সাইফউদ্দিনকে। কিন্তু এই সিরিজ দিয়েও টি-টোয়েন্টি দলে ডাক পেলেন না সৌম্য। ওয়ানডে সিরিজে সুযোগ পেলেও টি-টোয়েন্টি দলের জায়গা হয়নি এই অভিজ্ঞ ব্যাটারের। এর বাইরে দলে আর কোনো পরিবর্তন আনা হয়নি।
আজ মিরপুরে চলছে ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। এই সিরিজ শেষে আগামীকাল চট্টগ্রামের উদ্দেশ্যে উড়াল দেবে টাইগাররা। সেখানে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো।
আগামী ২৭ অক্টোবর মাঠে গড়াবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে (সাবেক জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) অনুষ্ঠিত হবে ম্যাচটি। একই ভেন্যুতে ২৯ অক্টোবর দ্বিতীয় টি-টোয়েন্টি এবং ৩১ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।
প্রথম দুই টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দল: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/বিটি
