Connect with us
ক্রিকেট

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

টসের পর হাত মেলায়নি বাংলাদেশ–ভারত অধিনায়ক

BAN VS IND
হাত মেলাল না ভারত-বাংলাদেশ অধিনায়ক। ছবি: সংগৃহীত

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে চলমান রাজনৈতিক ও কূটনৈতিক উত্তাপের চিত্র এবার সরাসরি দেখা গেল মাঠের ক্রিকেটেও। জিম্বাবুয়ের বুলাওয়েতে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে বাংলাদেশ ও ভারতের ম্যাচ শুরুর আগেই তৈরি হয়েছে বিতর্ক। টসের পর দুই দলের অধিনায়ককে করমর্দন করতে দেখা যায়নি।

শনিবার বাংলাদেশ সময় বেলা দেড়টায় ম্যাচ শুরুর কথা থাকলেও বৃষ্টির কারণে টস কিছুটা দেরিতে হয়। শেষ পর্যন্ত টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। টস সম্পন্ন হওয়ার পরই চোখে পড়ে সেই দৃশ্য। ভারতের অনূর্ধ্ব–১৯ দলের অধিনায়ক আয়ুশ মাত্রে বাংলাদেশের সহ–অধিনায়ক জাওয়াদ আবরারের সঙ্গে হাত মেলাননি। টস শেষে সরাসরি সরে যান তিনি। আবরারও নিজে থেকে হাত মেলাতে যাননি।

এদিন টসের সময় বাংলাদেশের নিয়মিত অধিনায়ক আজিজুল হাকিম তামিম উপস্থিত না থাকায় সহ–অধিনায়ক হিসেবেই দায়িত্ব পালন করেন আবরার।



চলমান বিভিন্ন ইস্যুতে ভারত সফরে বিশ্বকাপ খেলতে না যাওয়ার অবস্থানে অনড় বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনায় দুই দেশের ক্রিকেটীয় ও রাজনৈতিক সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, তার প্রভাব পড়েছে এই ম্যাচ ঘিরেও। সেই প্রেক্ষাপটেই টস–পরবর্তী এই ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ ও ভারত এর আগে সাতবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে ২০০২ ও ২০২০ সালে জিতেছিল বাংলাদেশ, বাকি পাঁচ ম্যাচে জয় ভারতের। সর্বশেষ ২০২৪ সালের এশিয়া কাপের ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। সেই জয়ের স্মৃতি নিয়েই আজ মাঠে নামে আজিজুল হক তামিমের দল।

এর আগেও ক্রিকেটে এমন সৌজন্যবর্জনের নজির রয়েছে। গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে সূর্যকুমার যাদব হাত না মেলানোয় বিতর্ক তৈরি হয়েছিল। পরে অনূর্ধ্ব–১৯ ও নারী ক্রিকেটেও একই ধরনের ঘটনা দেখা যায়। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ–ভারত অনূর্ধ্ব–১৯ ম্যাচ।

রাজনৈতিক উত্তাপের আবহে ছোটদের বিশ্বকাপের এই ম্যাচ ঘিরে আগ্রহ ছিল অনেক বেশি। টসের পর করমর্দন না হওয়ায় সেই উত্তেজনা আরও বেড়েছে।

ক্রিফোস্পোর্টস/১৭জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট