Connect with us
ক্রিকেট

৪৭৬ রান করে প্রথম ইনিংসে অলআউট বাংলাদেশ

Bangladesh vs Ireland test match
মুশফিক-লিটনের সেঞ্চুরিতে বাংলাদেশের ৪৭৬। ছবি: সংগৃহীত

আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়েছে ব্যাটসম্যানদের দাপুটে পারফরম্যান্সে। মুশফিকুর রহিমের ১০৬ ও লিটন কুমার দাসের ১২৮ রানের উপর ভর করে বাংলাদেশের সংগ্রহ দাড়ালো পাঁচশো ছুইঁছুইঁ।

মুশফিক খেলতে নেমেছেন নিজের শততম টেস্ট। একশো তম টেস্টটাও মুশফিক রাঙালেন একশো হাঁকিয়ে। ১১ তম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করে প্রবেশ করলেন এলিট ক্লাবে। তবে সেঞ্চুরি করে বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি তিনি। স্লিপে ক্যাচ দিয়ে ১০৬ রানে সাজঘরে ফেরেন তিনি। অন্যদিকে মুশফিক আউট হলেও অন্য প্রান্ত আগলে রাখেন লিটন দাস। মিরাজকে নিয়ে গড়েন শতরানের জুটি। শেষ পর্যন্ত চার মেরে নিজের পঞ্চম টেস্ট সেঞ্চুরি তুলে নেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান। ৮টি চার ও ৪টি ছয়ের মাধ্যমে ১৯২ বলে ১২৮ করে আউট হন তিনি।

মুশফিক-লিটনের সেঞ্চুরি এবং মুমিনুলের হাফ সেঞ্চুরিতে বাংলাদেশ স্কোরবোর্ডে বড় সংগ্রহ দাড় করায়। অলআউট হবার আগে বাংলাদেশের দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪৭৬ রানে।



এর আগে গতকাল সকালে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টসে জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। টসে জিতে ব্যাট হাতে নেওয়ার সিদ্ধান্তও সঠিক মনে হচ্ছিল ৫২ রানের ওপেনিং জুটিতে। কিন্তু সেশন শেষে দলীয় ১০১ রানে ৩ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ।

ওপেনার মাহমুদুল হাসান জয় করেন ৩৪ রান (৮৬ বল), আর শাদমান ইসলাম খেলেন ৩৫ রানের ইনিংস (৪৪ বল)। মুমিনুল হক করেন ৬৩ রান ১২৮ বলে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মাত্র ৮ রান করেই ফিরেন। নিচের দিকে দুর্দান্ত খেলেও হাফ সেঞ্চুরির দেখা পাননি মেহেদী হাসান মিরাজ। ৪৭ রানে আউট হয়ে ফেরেন তিনি। তবে নিচের সারির ব্যাটসম্যানদের কল্যাণে বাংলাদেশের দলীয় সংগ্রহ ৪৫০ ছাড়িয়ে যায়।

এদিকে আয়ারল্যান্ডের হয়ে এন্ডি ম্যাকব্রাইন একাই নেন ৬ উইকেট। এছাড়াও দুটি করে উইকেট নেন ম্যাথু হাম্প্রেস এবং গ্যাভিন হই।

ক্রিফোস্পোর্টস/২০নভেম্বর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট