
আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বসবে টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপ। মহাদেশীয় এই টুর্নামেন্ট শেষেই আফগানিস্তানের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলবে বাংলাদেশ। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। আরব আমিরাতের মাটিতেই অনুষ্ঠিত হবে সিরিজটি।
সাদা বলের এই সিরিজটি সামনে রেখে আজ শনিবার (১৬ আগস্ট) চূড়ান্ত সূচি ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসিবি জানিয়েছে, আগামী ২ অক্টোবর শুরু হবে এই দ্বিপক্ষীয় সিরিজ, যা চলবে ১৪ অক্টোবর পর্যন্ত। প্রথমে টি-টোয়েন্টি সিরিজ এবং পরে ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে।
সূচি অনুযায়ী, আগামী ২ অক্টোবর মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। এরপর ৪ ও ৬ অক্টোবর যথাক্রমে সিরিজের দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে। এরপর দুইদিন বিরতি দিয়ে ৯ অক্টোবর মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর ১১ অক্টোবর সিরিজের দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ অক্টোবর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সময়সূচি :
টি-টোয়েন্টি
তারিখ | ম্যাচ | ভেন্যু |
২ অক্টোবর | প্রথম টি-টোয়েন্টি | আরব আমিরাত |
৪ অক্টোবর | দ্বিতীয় টি-টোয়েন্টি | আরব আমিরাত |
৬ অক্টোবর | তৃতীয় টি-টোয়েন্টি | আরব আমিরাত |
ওয়ানডে
তারিখ | ম্যাচ | ভেন্যু |
৯ অক্টোবর | প্রথম ওয়ানডে | আরব আমিরাত |
১১ অক্টোবর | দ্বিতীয় ওয়ানডে | আরব আমিরাত |
১৪ অক্টোবর | তৃতীয় ওয়ানডে | আরব আমিরাত |
মূলত এটি গত বছরের পিছিয়ে যাওয়া সিরিজের অংশ। ২০২৪ সালের জুলাইয়ে আফগানদের বিপক্ষে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে ব্যস্ত সূচি কারণে পিছিয়ে নেওয়া হয় সিরিজটি।
এদিকে আগামী ৯ থেকে ২৮ সেপ্টেম্বর আরব আমিরাতে ৮ দল নিয়ে চলবে এশিয়া কাপ। এর আগে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে টাইগাররা। সিরিজটি চলবে ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।
ক্রিফোস্পোর্টস/১৬আগস্ট২৫/বিটি
