Connect with us
ক্রিকেট

বাংলাদেশ-আফগানিস্তান হাইভোল্টেজ ম্যাচ দেখা যাবে মোবাইলেও

Mobile Game
বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ দেখা যাবে মোবাইলেও

জয়ে শুরু এরপর শ্রীলঙ্কার কাছে অসহায় আত্মসমর্পণ। এক হার ও এক জয়ে এশিয়া কাপের গ্রুপপর্বে বিদায়ের কিনারায় দাঁড়িয়ে বাংলাদেশ। আজ নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে লিটন দাসের দল। এই ম্যাচের সুযোগ কাজে লাগাতে চাইবে আফগানরাও।

দুই ম্যাচে এক জয়ে বাংলাদেশের পয়েন্ট ২। একটি ম্যাচ খেলে সেটা জিতে আফগানরাও ২ পয়েন্ট পেয়েছে। তাই আজকের ম্যাচ জিতে তারা সুপার ফোরের পথ পরিষ্কার রাখতে চাইবে। অন্যদিকে বাংলাদেশের ভাগ্য ঝুলছে সমীকরণের ‍সুতোয়। তাই ম্যাচটি হয়ে উঠছে চরম লড়াইয়ের।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়। ম্যাচটি দেখার জন্যে মাঠে থাকবে উপচেপড়া ভিড়। কেননা দুই দেশের প্রচুর প্রবাসী রয়েছেন মধ্যেপ্রাচ্যের এই শহরে।



গ্যালারিতে বসে সরাসরি দেখার পাশাপাশি টেলিভিশন চ্যানেলে ম্যাচটি দেখা যাবে টি স্পোর্টস ও নাগরিক টিভিতে। এর বাইরে মোবাইলে অনলাইনে সরাসরি দেখার সুযোগ রয়েছে।

অনলাইনে এশিয়া কাপের ম্যাচগুলো সরাসরি সম্প্রচার করছে টফি। দর্শকরা টফি অ্যাপ (অ্যান্ড্রয়েড ও আইওএস) ব্যবহার করে মোবাইলে ম্যাচটি উপভোগ করতে পারবেন। এ ছাড়া টফি লাইভ ডট কম এবং স্মার্ট টিভি (অ্যান্ড্রয়েড টিভি, স্যামসাং টাইজন ও এলজি ওয়েবওএস)-এর মাধ্যমেও ম্যাচটি দেখা যাবে।

ক্রিফোস্পোর্টস/১৬সেপ্টেম্বর২৫/এজে

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট