২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ঘিরে তৈরি হওয়া অচলাবস্থা এখনো কাটেনি। ভারতে গিয়ে ম্যাচ না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আর সেই অবস্থান বদলাতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধানের ইঙ্গিত মেলেনি।
সাম্প্রতিক দিনগুলোতে বিষয়টি নিয়ে নানা তথ্য সামনে এসেছে। কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, বিসিবিকে ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে বলেছে আইসিসি। তবে বিসিবি এই দাবি অস্বীকার করে জানায়, এমন কোনো নির্দিষ্ট সময়সীমা তাদের জানানো হয়নি।
এই অনিশ্চয়তার মধ্যেই আলোচনায় এসেছে বিকল্প পথের বিষয়টি। বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে খেলতে অস্বীকৃতি জানায়, সে ক্ষেত্রে তাদের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সম্ভাবনার কথাও শোনা গেছে। যদিও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, এই বিষয়ে স্কটল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে এখনো কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেনি আইসিসি। স্কটিশ কর্মকর্তারাও বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি হননি। তাদের অবস্থান, বাংলাদেশের চলমান সংকটের সময়ে তারা বাড়তি চাপ তৈরি করতে চান না।
এর আগে ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি–টোয়েন্টি বিশ্বকাপে রাজনৈতিক কারণে জিম্বাবুয়ে সরে দাঁড়ালে স্কটল্যান্ডকে সুযোগ দেওয়া হয়েছিল। সেই নজির টানলেও বর্তমান পরিস্থিতিকে অনেক বেশি জটিল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
এই অবস্থায় সামনে কয়েকটি সম্ভাব্য পথ খোলা রয়েছে।
একটি পথ হতে পারে, ক্রিকেটীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিসিবি আইসিসির শর্ত মেনে নিয়ে ভারতে খেলতে সম্মত হওয়া। সে ক্ষেত্রে নির্দিষ্ট ভেন্যু বা বাড়তি নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে সমঝোতার চেষ্টা হতে পারে।
আরেকটি সম্ভাবনা, আইসিসি বাংলাদেশের ম্যাচগুলো না খেলানোর সিদ্ধান্ত নিতে পারে। এমন পরিস্থিতিতে প্রতিপক্ষ দলগুলোকে ওয়াকওভার দিয়ে পয়েন্ট দেওয়ার নজির আগেও দেখা গেছে। ১৯৯৬ বিশ্বকাপে নিরাপত্তাজনিত কারণে শ্রীলঙ্কায় যেতে অস্বীকৃতি জানালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তৃতীয় বিকল্প হিসেবে আলোচনায় রয়েছে গ্রুপ পরিবর্তনের প্রস্তাব। বর্তমানে বাংলাদেশ রয়েছে গ্রুপ সি-তে, যেখানে তাদের সব ম্যাচই ভারতের ভেন্যুতে হওয়ার কথা। বিসিবির প্রস্তাব, বাংলাদেশকে গ্রুপ বি-তে নেওয়া হোক, যেখানে ম্যাচগুলো শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। তবে এতে নতুন করে প্রশ্ন তৈরি হবে গ্রুপ বি থেকে কোন দলকে সরানো হবে, সেটির সমাধান সহজ নয়।
বর্তমান গ্রুপ বিন্যাস অনুযায়ী
গ্রুপ সি-তে রয়েছে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি।
গ্রুপ বি-তে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও ওমান।
গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান, নেদারল্যান্ডস, নামিবিয়া ও যুক্তরাষ্ট্র।
গ্রুপ ডি-তে আফগানিস্তান, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।
এদিকে, সমাধানের পথ এখনো পরিষ্কার নয়। আলোচনা চলছে, বিশ্বকাপও ঘনিয়ে আসছে যার ফলে চাপও বাড়ছে। তবে বিসিবির অবস্থান স্পষ্ট নিরাপত্তার প্রশ্নে কোনো আপস নয়। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত আইসিসি কোন পথে এগোয়।
ক্রিফোস্পোর্টস/২০জানুয়ারি২৬/টিএ
