
ইংল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজের প্রথম ম্যাচে আচরণবিধি ভাঙার দায়ে ভারতীয় নারী ক্রিকেটার প্রতীকা রাওয়ালকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ম্যাচ চলাকালে দু’বার শারীরিক সংঘর্ষে জড়ানোয় প্রতীকাকে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।
ঘটনাটি ঘটে ভারতের ইনিংসের ১৮তম ও ১৯তম ওভারে। প্রথমে খুচরা রান নিতে গিয়ে ইংল্যান্ডের লরেন ফিলারের সঙ্গে ধাক্কা খান প্রতীকা। পরের ওভারে আউট হয়ে সাজঘরে ফেরার পথে বোলার সোফি একলেস্টোনকে ধাক্কা দেন তিনি। দুই ক্ষেত্রেই শারীরিক সংঘর্ষ এড়ানো সম্ভব ছিল বলে মনে করছে আইসিসি। তবে গত ২৪ মাসে এটি প্রতীকার প্রথম অপরাধ হওয়ায় তাকে ন্যূনতম শাস্তিই দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
»আর্জেন্টিনা-স্পেন ‘ফিনালিসিমা’ মার্চে? যা জানা গেল
»সাকিবদের ম্যাচসহ আজকের খেলা (১৯ জুলাই ২৫)
এ বিষয়ে প্রতীকা বলেন, ঘটনাগুলো ইচ্ছাকৃত ছিল না। আমি নিজের লাইনে দৌড়াচ্ছিলাম, বুঝতেই পারিনি কেউ সামনে রয়েছে। বিষয়টি নিয়ে অতিরিক্ত আলোচনা করে বিতর্ক তৈরির কোনো মানে নেই।
এদিকে, নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ না করায় ইংল্যান্ড নারী দলকেও শাস্তি দিয়েছে আইসিসি। এক ওভার কম বল করায় দলের প্রত্যেক সদস্যকে ম্যাচ ফি’র পাঁচ শতাংশ করে জরিমানা করা হয়েছে।
ক্রিফোস্পোর্টস/১৯জুলাই২৫/এসএ/এনজি
