Connect with us
ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ভারতীয় শিবিরে দুঃসংবাদ

india vs pakistan axar patel
ভারত বনাম পাকিস্তান। ছবি- গুগল

সম্প্রতি ভারত পাকিস্তান ম্যাচে আগের সেই দ্বৈরথ দেখা না গেলেও দর্শকের মাঝে থাকে বাড়তি উত্তেজনা। যদিও সাম্প্রতিক সময়ে ভারতের কাছে পাত্তাই পাচ্ছে না পাকিস্তান; তবুও এই ম্যাচকে ঘিরে থাকে আলাদা নজর। গ্রুপ পর্বে ভারতের কাছে পাত্তাই পায়নি পাকিস্তান, এবার সুপার ফোরে আবার মুখোমুখি হচ্ছে দল দুটি।

তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে ভারতীয় শিবিরের লেগেছে চোটের ধাক্কা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় মাথায় আঘাত পান ভারতীয় স্পিন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। ম্যাচের ১৫ তম ওভারে হাম্মাদ মির্জার উড়িয়ে মারা বল তালুবন্দি করার চেষ্টা করলে শারীরিক ভারসাম্য হারিয়ে পড়ে গিয়ে মাথায় আঘাত পান তিনি। পরে ভারতীয় দলের ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে মাঠের বাইরে নিয়ে যান, এরপর বাকি ম্যাচে আর মাঠে ফেরা হয়নি তার।



ম্যাচ শেষে ভারতীয় ফিল্ডিং কোচ টি. দিলীপ জানিয়েছেন, অক্ষর ভালো আছেন, তবে পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সময় কম থাকায় তার খেলা নিয়ে সংশয় রয়েছে।

চোটের কারণে অক্ষর না খেললে অভিষেক শর্মাকে দিয়ে কাজ সারতে পারে ভারত। তবে, অক্ষর পুরো টুর্নামেন্টের থেকে ছিটকে গেলে স্ট্যান্ডবাই লিস্টে থাকা স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর অথবা রিয়ান পরাগের যে কাউকে মূল স্কোয়াডে নিতে পারে ভারত।

ক্রিফোস্পোর্টস/২০সেপ্টেম্বর২৫/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট