Connect with us
ক্রিকেট

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামার আগে আফগান শিবিরে দুঃসংবাদ

আফগানিস্তান ক্রিকেট দল
আফগানিস্তান ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে আফগানিস্তান। আগামীকাল থেকে শুরু ওয়ানডে সিরিজ। ওয়ানডেতে সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে। কিন্তু তার আগেই দুঃসংবাদ পেল আফগান শিবিররা।

জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেয়েছিলেন তরুন পেসার মোহাম্মাদ সালেম। কিন্তু চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন ২৩ বছর বয়সী এই তরুন পেসার । যেজন্য আফগানিস্তানের হয়ে আর বাংলাদেশের বিপক্ষে তার নামা হচ্ছে না। ইতিমধ্যেই আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) তার বদলি খেলোয়াড়ের নাম জানিয়ে দিয়েছে। এদিকে তার ইনজুরিতে এক ম্যাচ খেলা বিলাল সামির কপাল খুলতে চলেছে।

অবশ্য ঘরোয়া ক্রিকেটের দুর্দান্ত পারফরম্যান্সেরই পুরস্কারই পেয়েছেন বিলাল সামি। লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ‘গাজী আমানউল্লাহ খানে’ যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক তিনি। পুরো টুর্নামেন্টে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি রান দেওয়ার ক্ষেত্রেও তিনি ছিলেন বেশ কৃপণ। পুরো টুর্নামেন্টেজুড়ে বল করেছেন মাত্র ৪.৯৭ ইকোনমি রেটে।



উল্লেখ্য, আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার (৮ অক্টোবর)। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে আরব আমিরাতের আবুধাবি স্টেডিয়ামে।

একনজরে আফগানিস্তানের ওয়ানডে দল : হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইকরাম আলি খিল (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারউইশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবী, রশিদ খান, নাঙ্গেলিয়া খারোতে, মোহাম্মদ গাজানফার, আবদুল্লাহ আহমাদজাই, বশির আহমাদ এবং বিলাল সামি।

ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট