চ্যাম্পিয়ন্স লিগের হাইভোল্টেজ ম্যাচের লিভারপুলের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে এই ইংলিশ জায়ান্টদের মুখোমুখি হওয়ার আগে বড় ধাক্কা খেয়েছে লস ব্লাঙ্কোসরা। চোটের কারণে লিভারপুল ম্যাচের আগে ছিটকে গেছেন ক্লাবটির আর্জেন্টাইন ফরোয়ার্ড ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো।
ইনজুরিতে অনির্দিষ্ট সময়ের জন্য ছিটকে গেছেন মাস্তানতুয়োনো। আজ (সোমবার) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। বিবৃতিতে রিয়াল জানিয়েছে, মাস্তানতুয়োনোর পরীক্ষার পর ‘স্পোর্টস হার্নিয়া’ সমস্যা ধরে পড়েছে।
‘স্পোর্টস হার্নিয়া’ এমন এক ধরনের সমস্যা, যা মাস্তানতুয়োনোকে অনির্দিষ্ট সময়ের জন্য মাঠের বাইরে রাখবে। এই সমস্যা সেরে ওঠার নির্দিষ্ট কোনো সময় নেই। কখনও কয়েক সপ্তাহের মধ্যে সেরে ওঠে আবার কখনও কয়েক মাসও সময় লাগতে পারে। আর এ কারণেই এই ১৮ বছর বয়সী উইঙ্গারের মাঠে ফেরার বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানায়নি লস ব্লাঙ্কোসরা।
গত শনিবার দিবাগত রাতে লা লিগার ১১তম রাউন্ডের ম্যাচে ভেলেন্সিয়ার মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে এমবাপ্পের জোড়া গোলে ম্যাচটি ৪-০ ব্যবধানে জিতে নেয় রিয়াল। সেই ম্যাচে পুরোটা সময় মাঠে ছিলেন মাস্তানতুয়োনো। পরবর্তীতে ম্যাচ শেষে পরীক্ষার পর এই সমস্যা ধরা পড়েছে ১৮ বছর বয়সী এই আর্জেন্টাইনের।
রিভার প্লেট থেকে চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেন মাস্তানতুয়োনো। লস ব্লাঙ্কোসদের হয়ে এখন পর্যন্ত এল ক্লাসিকোসহ দুটি ম্যাচ মিস করেছেন তিনি। বাকি সবগুলো ম্যাচেই খেলেছেন তিনি। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের হয়ে প্রথম তিনটি ম্যাচেই খেলেছেন মাস্তানতুয়োনো। তবে চতুর্থ ম্যাচটি মিস করতে যাচ্ছেন তিনি। তাছাড়া লা লিগায় কতগুলো ম্যাচ মিস করবেন সেটা এখনও অনিশ্চিত।
আগামীকাল (মঙ্গলবার) দিবাগত রাতে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এনফিল্ডে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টে ৩ ম্যাচে ৩ জয় নিয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে ইউরোপের শাবি আলোন্সোর শিষ্যরা।
ক্রিফোস্পোর্টস/৩নভেম্বর২৫/বিটি