
আগামী মাসে লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুটি ম্যাচে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচ দুটি সামনে রেখে দীর্ঘদিন পর জাতীয় দলের ফেরার আলোচনায় ছিলেন নেইমার জুনিয়র। তবে এবারও জাতীয় দলে ফেরা অনিশ্চিত এই তারকা ফরোয়ার্ডের।
মূলত চোটের কারণেই এবারও মূল স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে শঙ্কায় নেইমার। সম্প্রতি সান্তোসের অনুশীলনে ঊরুতে ব্যথা অনুভব করেন নেইমার। যে কারণে দলের অনুশীলনেও যোগ দিতে পারেননি তিনি। এক প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’। আর এ কারণেই ব্রাজিলের স্কোয়াডে তার জায়গা না পাওয়ার সম্ভাবনা জেগেছে।
গ্লোবো বলছে, গত বৃহস্পতিবার সান্তোসের অনুশীলনে ঊরুতে ব্যথা অনুভব করেন নেইমার। এরপর শুক্রবার ও শনিবার আর দলের অনুশীলনে যোগ দেননি তিনি। এই দুইদিন শুধু জিম করেন তিনি। পরীক্ষা করার পর তার মাংসপেশিতে চোট ধরা পড়ে। এরপর বিষয়টি ক্লাবের পক্ষ থেকে ব্রাজিল ফুটবল ফেডারেশনকে (সিবিএফ) জানানো হয়।
তবে নেইমারের চোটের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি সান্তোস। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ সামনে রেখে আজ রাতেই দল ঘোষণা করার কথা রয়েছে ব্রাজিলের। দল ঘোষণার পরেই জানা যাবে নেইমারের চোটের বিষয়ে।
২০২৩ সালে অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে বড় ইনজুরির দীর্ঘদিনের জন্য মাঠে বাইরে চলে যান নেইমার। এরপর ক্লাব ফুটবলে ফিরলেও ছোট ছোট চোটের কারণে আর জাতীয় দলে ফেরার হয়নি। গত জুনে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে জায়গা করে নিয়েছিলেন তিনি। তবে মূল দল ঘোষণার আগেই ফের ইনজুরিতে পড়ে শেষ পর্যন্ত চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি।
সান্তোসের হয়ে নেইমার সবশেষ ৭টি ম্যাচেই ৯০ মিনিট করে খেলেছেন। তাই জাতীয় দলে ফিরতে ফিটনেস নিয়ে তার আর বাধা ছিল না। তবে ফের ছোট ইনজুরিতে পড়ে তার জাতীয় দলে ফেরার আশা এখন পণ্ড হওয়ার শঙ্কায়।
ইতোমধ্যেই লাতিন অঞ্চল থেকে বিশ্বকাপের জায়গা নিশ্চিত করেছে ব্রাজিল। বাছাইপর্বের শেষ দুটি ম্যাচে আগামী ৫ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলির বিপক্ষে এবং ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মাঠে লড়বে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ক্রিফোস্পোর্টস/২৫আগস্ট২৫/বিটি
