আগামী ১৪ ডিসেম্বর শুরু হতে হচ্ছে বিশ্বের জনপ্রিয় ক্রিকেট লীগ বিগ ব্যাশ (বিবিএল) এর নতুন মৌসুম। এবারের আসরে খেলতে যাচ্ছেন এক ঝাঁক পাকিস্তানি তারকা ক্রিকেটার। কিছুদিন আগেও তাদের খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল, তবে এখন সেই অনিশ্চয়তা দূর হচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, বিগ ব্যাশে অংশ নিতে আগ্রহী ক্রিকেটারদের সবাইকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়া হচ্ছে।
এর আগে হঠাৎ করেই পিসিবি ঘোষণা দিয়েছিল, বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে পাকিস্তানের কোনো খেলোয়াড়কে আপাতত এনওসি দিবে না। বোর্ড। বোর্ডের সেই সিদ্ধান্তে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম হয়। তখন অনেকে ধারণা করেছিলেন, পিসিবি হয়তো পারফরম্যান্সের ওপর ভিত্তি করে নতুন নীতি চালু করতে যাচ্ছে। তবে শেষ পর্যন্ত তারা অবস্থান কিছুটা পরিবর্তন করেছে।
ফলে এবার বিগ ব্যাশে দেখা যাবে পাকিস্তানের তারকা ক্রিকেটারদের। সিডনি সিক্সার্সের হয়ে খেলবেন বাবর আজম, ব্রিসবেন হিটে দেখা যাবে শাহীন শাহ আফ্রিদিকে। মেলবোর্ন রেনিগেডসের দলে আছেন উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান ও অলরাউন্ডার হাসান খান।
গত আসরের মতো এবারও মেলবোর্ন স্টার্সের জার্সি গায়ে মাঠে নামবেন পেসার হারিস রউফ। সিডনি থান্ডারের হয়ে খেলবেন শাদাব খান, আর অ্যাডিলেড স্ট্রাইকার্সে খেলবেন অভিজ্ঞ পেসার হাসান আলী।
পাকিস্তানি ক্রিকেটারদের এনওসি না পেলে এবারের বিগ ব্যাশ অনেকটাই কম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো। তবে শেষ মুহূর্তে সব বাধা কেটে যাওয়ায় টুর্নামেন্টে জমজমাট লড়াইয়ের আশা করছেন আয়োজকরা।
উল্লেখ্য, বিগ ব্যাশ লীগ অস্ট্রেলিয়ার ঘরোয়া টুয়েন্টি-২০ ক্রিকেট প্রতিযোগিতাবিশেষ। ২০১১ সালে এ প্রতিযোগিতার উদ্বোধন ঘটে। এ প্রতিযোগিতাটি পূর্বের কেএফসি টুয়েন্টি-২০ বিগ ব্যাশের স্থলাভিষিক্ত হয়। ২০২৫-২৬ বিগ ব্যাশ লীগ মৌসুম বা বিবিএল হবে অস্ট্রেলিয়ায় পেশাদার পুরুষদের টি-টোয়েন্টি ঘরোয়া ক্রিকেটের একবিংশ আসর এবং বিগ ব্যাশ লীগ (বিবিএল) মডেলের অধীনে পনেরতম আসর। এই টুর্নামেন্টটি ১৪ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হবে, যার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারী ২০২৬। এর বর্তমান চ্যাম্পিয়ন হোর্বাট হারিক্যান্স।
ক্রিফোস্পোর্টস/২৫অক্টোবর২৫/টিএ