বাইশ গজে সময়টা ভালো যাচ্ছিলো না বাবর আজমের। দীর্ঘদিন ধরেই রানখড়ায় ভুগছিলেন তিনি। টানা ব্যর্থতা ও স্ট্রাইকরেট সমস্যার কারণে জাতীয় টি-টোয়েন্টি দলে জায়গা হারান তিনি। একইসঙ্গে র্যাঙ্কিংয়ে অবনতির মুখ দেখেন এই তারকা। লম্বা সময় পর ফের পাকিস্তানের টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েই একাধিক কীর্তি গড়েছেন বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার।
২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সিরিজের পর পাকিস্তানের টি-টোয়েন্টি দলে জায়গা হারান বাবর। দশ মাস পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়েই টি-টোয়েন্টি দলে ফিরেছেন তিনি। আর দলে ফিরেই দুটি রেকর্ডে তার ভারতীয় দুই প্রতিদ্বন্দ্বী রোহিত ও কোহলিকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ রানের মালিক ছিলেন রোহিত শর্মা। ১৫১ ইনিংসে ৩২.০৫ গড় ও ১৪০.৮৯ স্ট্রাইকরেটে ৪২৩১ রান করেছেন এই ওপেনার। রোহিতকে ছাড়িয়ে শীর্ষে অবস্থান করা বাবর ১২৪ ইনিংসে ৩৯.৮৩ গড় ও ১২৮.৮৯ স্ট্রাইকরেটে ৪৩০২ রান করেছেন।
অন্যদিকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ফিফটির রেকর্ডে বিরাট কোহলিকে ছাড়িয়ে এককভাবে শীর্ষে উঠে এসেছেন বাবর। এতদিন ৩৯ ফিফটি নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন বাবর ও কোহলি। তবে ৪০তম ফিফটি হাকিয়ে কোহলিকে ছাড়িয়ে গেছেন বাবর।
গতকাল (শনিবার) দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারনী তৃতীয় টি-টোয়েন্টিতে ফিফটি হাকিয়ে কোহলিকে ছাড়িয়ে যান বাবর। বাবরের ৬৮ রানের ইনিংসের পর তার দলও ম্যাচটি জিতে যায় ৪ উইকেটে। তাতে ২-১ ব্যবধানে সিরিজটি জিতে নেয় স্বাগতিকরা।
জয়ের পর আজ (রবিবার) সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজ নির্ধারণী ম্যাচের কিছু ছবি পোস্ট করেছেন বাবর। পোস্টের ক্যাপশনে এই তারকা লিখেছেন, ‘আমি সবসময় যেটা করতে পছন্দ করি, সেটা করতে পেরেছি। তাই আমি কৃতজ্ঞ। যখন সবকিছু শান্ত ও স্বাভাবিক ছিল, তখন আমার ওপর যারা ভরসা রেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ।’
এর আগে দ্বিতীয় ম্যাচে মাত্র ১১ রানের ইনিংস খেলেই সর্বোচ্চ রানের তালিকায় রোহিতকে ছাড়িয়ে যান বাবর। আর শেষ ম্যাচে ফিফটি হাকিয়ে ছাড়িয়ে যান কোহলিকে। পরপর দুটি ম্যাচে ভারতের সেরা দুই ব্যাটাররের রেকর্ড ভেঙে দিলেন এই পাকিস্তানি তারকা। তাই আন্তজার্তিক টি-টোয়েন্টিতে ফেরাটা সুখকরই হলো সাবেক এই বিশ্বসেরা ব্যাটারের।
ক্রিফোস্পোর্টস/২নভেম্বর২৫/বিটি