
এশিয়া কাপ ও ট্রাই-সিরিজকে সামনে রেখে দক ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। কিন্তু ১৭ সদস্যের ওই দলে জায়গা হয়নি পাকিস্তানের দুই তারকা বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের।
শারজায় আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পাকিস্তান, আফগানিস্তান ও স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে অনুষ্ঠিত হবেতাই টি২০ ট্রাই-সিরিজ। এরপর ৯ থেকে ২৮ সেপ্টেম্বর আবুধাবি ও দুবাইয়ে গড়াবে এশিয়া কাপ ২০২৫।
দুই আসরেই পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার সালমান আলী আগা। স্কোয়াডে রাখা হয়েছে অভিজ্ঞ ফখর জামান, শাহিন শাহ আফ্রিদি ও হারিস রউফকে। তরুণদের মধ্যে রয়েছেন সাইম আউব, খুশদিল শাহ ও হুসেইন তালাত।
পাকিস্তানের হেড কোচ মাইক হেসন সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সালমান মির্জাকে রেখেছি তার বাংলাদেশ সফরের দুর্দান্ত বোলিংয়ের জন্য। সে সাত উইকেট নিয়েছিল চমৎকার ইকোনমি রেটে।’
তবে বাবর-রিজওয়ানকে কেন রাখা হলো না সে বিষয়ে সরাসরি কিছু বলেননি হেসন। ফলে গুঞ্জন আরও জোরদার হয়েছে।
পাকিস্তানের স্কোয়াড:
সাইম আউব, ফখর জামান, সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, হারিস রউফ, হাসান আলী, হাসান নওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নবাজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম।
ক্রিফোস্পোর্টস/১৭আগস্ট২৫/এমএ
