পাকিস্তানে অধিনায়ক বাবর আজম ও ওপেনার মোহাম্মদ রিজওয়ান খেলার বাইরে ধর্মীয় বিষয় নিয়ে প্রায়ই আলোচনায় থাকেন।
এবার বাবা-মাকে সাথে নিয়ে হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছেছেন বাবর। তার হজের সঙ্গী হিসেবে রয়েছেন মোহাম্মদ রিজওয়ান।
ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান ডটকম বিষয়টি নিশ্চিত করেছে।
আরও পড়ুন:
অপর দিকে, মদিনা শহরের মসজিদে নববির সামনে দাড়িয়ে তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন তারা। সাথে সাথে তা ভক্তদের মাঝে ব্যাপকহারে ছড়িয়ে পড়ে।
লাহোরে চলমান অনুশীলন ক্যাম্প থেকে হজে যাওয়ার জন্য বাবর ও রিজওয়ানকে অব্যাহতি দেওয়া হয়েছে। হজ শেষে জুলাই মাসের প্রথম সপ্তাহে শ্রীলংকা সফরে টেস্ট দলের সাথে যোগ দেবেন তারা।
আরও পড়ুন: আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা
ক্রিফোস্পোর্টস/১৮জুন২৩/এমএ
