Connect with us
ক্রিকেট

বাবর-রিজওয়ানকে টি-টোয়েন্টিতে অযোগ্য বললেন সাবেক কোচ

Babar-Rizwan deemed unfit for T20s by former Pakistan coach
বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। ছবি- সংগৃহীত

অনেকদিন ধরেই পাকিস্তানের টি-টোয়েন্টি দলের ভাবনায় নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। গত কয়েক বছর ধরেই পাকিস্তানের ব্যাটিং লাইনআপে মূল ভরসা ছিলেন তারা। তবে এখন পাকিস্তানের টি-টোয়েন্টি দলেই জায়গা পাচ্ছেন না এই দুই বিশ্বমানের ব্যাটার।

চলতি বছর পাকিস্তানের জার্সিতে টি-টোয়েন্টি খেলার সুযোগ পাননি বাবর-রিজওয়ান কেউই। গত বছরের ডিসেম্বরের দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকেই টি-টোয়েন্টি দলের বাইরে আছেন তারা। আসন্ন এশিয়া কাপের মতো বড় ইভেন্টেও এই দুই অভিজ্ঞ ব্যাটারকে দলে রাখেনি পাকিস্তান।

এরই মাঝে তাদেরকে নিয়ে বাবর-রিজওয়ানকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক প্রধান কোচ মিকি আর্থার। এই প্রোটিয়া কোচের মতে, বাবর ও রিজওয়ান বিশ্বমানের ক্রিকেটার হলেও বর্তমানে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে খেলার জন্য উপযুক্ত নন।



আর্থারের মতে টি-টোয়েন্টি ক্রিকেট অনেক বদলে গেছে। কিন্তু বাবর-রিজওয়ানরা এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এগোতে পারেননি। যে কারণে এখন তারা টি-টোয়েন্টি খেলার যোগ্য নন। তিনি বলেন, ‘বাবর আর রিজওয়ান বিশ্বমানের খেলোয়াড়। কিন্তু খেলা অনেক বদলে গেছে। এখন আর তারা টি-টোয়েন্টি ক্রিকেটের জন্য উপযুক্ত নয়।’

বাবর-রিজওয়ানের টি-টোয়েন্টি দলে না থাকাটা অনেকের মাঝেই আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেননা পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক তারা দুজনেই। পাকিস্তানের জার্সিতে ১২৮ ম্যাচ খেলে ৪২২৩ রান করেছেন বাবর। অন্যদিকে ১০৬ ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪১৪ রান করেছেন রিজওয়ান। যে কারণে এশিয়া কাপের মতো বড় ইভেন্টে অভিজ্ঞতাকেও প্রাধান্য দেওয়ার পক্ষে অনেকে।

কিন্তু অনেকদিন ধরেই ব্যাট হাতে ছন্দে নেই বাবর ও রিজওয়ান। টি-টোয়েন্টির পাশাপাশি অন্যান্য ফরম্যাট গুলোতেও ব্যাট হাতে অনেক সংগ্রাম করছেন তারা। বিশেষ করে সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডেতেও ব্যাট হাতে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি তারা। বাবর ৩ ইনিংসে ১৮.৬৭ গড়ে করেন ৫৬ রান। অন্যদিকে রিজওয়ান ৩ ইনিংসে ২৩ গড়ে ৬৯ রান করেন। তাদের এমন ছন্দহীনতাও দলে জায়গা না পাওয়ার অন্যতম বড় কারণ।

ক্রিফোস্পোর্টস/২৭আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট