Connect with us
ক্রিকেট

রিশাদদের বিপক্ষে মাঠে নামার আগে বিগ ব্যাশ ছাড়লেন বাবর

বাবর আজম। ছবি: সংগৃহীত

ব্যাট হাতে ভালো সময় পার করছেন না বাবর আজম। বিগ ব্যাশে ধীরগতির ব্যাটিংয়ের জন্য হয়েছেন সমালোচনার শিকার। এবার কোয়ালিফায়ারে নামার আগে বিগ ব্যাশ ছাড়তে হলো এই পাকিস্তানি তারকা ব্যাটারকে। 

আগামীকাল ফাইনাল নিশ্চিতের লক্ষ্যে রিশাদ হোসেনের হোবার্ট হারিকেন্সের বিপক্ষে মাঠে নামবে সিডনি সিক্সার্স। ফাইনালের আগে এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাবরকে পাচ্ছে না সিডনি। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে জরুরি ভিত্তিতে বাবরকে ডেকে পাঠিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

সিডনি সিক্সার্সের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সিক্সার্সরা বৃহস্পতিবারই জানতে পেরেছিল যে সুপারস্টার ওপেনারকে পাকিস্তানে ফিরে যেতে হবে, যাতে তিনি জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ক্যাম্পে যোগ দিতে পারেন।’



টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। আগামী ২৯ জানুয়ারি শুরু হবে সিরিজটি। মূলত ঘরের মাঠে সিরিজকে সামনে রেখেই দলে ডেকে পাঠানো হয়েছে বাবরকে।

বাবরকে পুরো টুর্নামেন্টেই খেলানোর ভাবনা ছিল সিক্সার্সের। দলটির জেনারেল ম্যানেজার র‌্যাচেল হেইনেস বলেন, ‘যদিও আমরা মূলত পরিকল্পনা করেছিলাম বাবরকে ফাইনাল পর্যন্ত পুরো সময় ধরে রাখার, সে আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আমরা পুরোপুরি বুঝতে পারছি যে পাকিস্তানের জাতীয় ক্যাম্প শুরু হওয়ায় আগামী ম্যাচের প্রস্তুতি এখন শুরু হয়েছে।’

তবে বিগ ব্যাশে ভালো সময় কাটাতে পারেননি বাবর, সবশেষ ১১ ইনিংসের ছয়বারই আউট হয়েছেন এক অঙ্কের ঘরে, মাত্র দুই ইনিংসে করেছেন ৫০ এর বেশি রান। ১১ ইনিংসে ১০৩.০৬ স্ট্রাইক রেটে তার সংগ্রহ ২০২ রান।

এছাড়াও বাবর সংবাদের শিরোনাম হয়েছিলেন সতীর্থ স্টিভ স্মিথের সঙ্গে মাঠে বিবাদে জড়িয়ে।  ব্যাটিংয়ের সময় মাঠেই স্মিথের সঙ্গে বনিবনা হয়নি বাবরের। গত শুক্রবারের সিডনি থান্ডারের বিপক্ষে ম্যাচের ১১তম ওভারে রান করতে পারছিলেন না বাবর। কয়েকটি ডট বলও খেলেন। ওভারের শেষ বলে সিঙ্গেল নিতে চেয়েছিলেন। তবে ২২ গজে অন্য প্রান্তে থাকা স্মিথ রাজি হননি।

ক্রিফোস্পোর্টস/২২জানুয়ারি২৬/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট