আগামীকাল (মঙ্গলবার) তিন ম্যাচে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে পাকিস্তান। দীর্ঘদিন পর টি-টোয়েন্টি দলে ফেরা বাবর মাত্র ৯ রান করলেই বনে যাবেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক।
১৫১ ইনিংসে ১৪০.৮৯ স্ট্রাইকরেটে ব্যাট করে ৪২৩১ রান করা ভারতীয় ওপেনার রোহিত শর্মার থেকে মাত্র ৯ রানে পিছিয়ে আছেন বাবর।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২১ ইনিংসে ১২৯.২২ স্ট্রাইকরেটে ব্যাট করে বাবরের সংগ্রহ ৪২২৩ রান।আগামীকাল প্রোটিয়াদের বিপক্ষে ৯ রান করলেই হারিয়ে ফেলা শীর্ষস্থান আবার দখল করবেন বাবর।
ধারাবাহিক ফর্মহীনতার কারণে প্রায় এক বছর জাতীয় দলের বাইরে ছিলেন বাবর। সম্প্রতি প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজে আশা জাগিয়েও বড় সংগ্রহ পাননি বাবর।
সবমিলিয়ে ৭৮ ইনিংস ধরে সেঞ্চুরিহীন বাবরের ব্যাটেই ভরসা রাখছে পাকিস্তান দল।
ক্রিফোস্পোর্টস/২৭অক্টোবর২৫/এআই