
ক্রিকেটে তার আগমন হয়েছিলো ধুমকেতুর মতো, গড়েছিলেন একের পর এক রেকর্ড। তার রেকর্ড গড়ার হিড়িক দেখে তাকে কল্পনা করা হতো বিরাট কোহলির প্রতিদ্বন্দ্বী হিসেবে। সময়ের পরিশ্রমায় সেই বাবর এখন নিজেই নিজেকে খুঁজছেন।
শুধু সাদা বল নয়, লাল বলেও ধূসর সময় পার করছেন বাবর। ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ৯ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন বাবর। ম্যাচে বরাবরের মতই বাবরের পারফরম্যান্স নিয়ে দর্শকদের মাঝে ছিল বাড়তি চাওয়া। তবে এবারও হতাশ করেছেন বাবর। প্রথম ইনিংসে ২৩ রানে ফেরার পর গতকাল দ্বিতীয় ইনিংসেও আসা জাগিয়েও ৪২ রানে বিদায় নেন এই পাকিস্তানি ব্যাটার।
যদিও প্রথম ইনিংসে ২৩ রান করার মাধ্যমে এশিয়ার প্রথম ব্যাটার হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর। তবে দর্শকের চাহিদা ছিল আরো বেশি।
দ্বিতীয় ইনিংসে ৪২ রানে আউট হওয়ার মাধ্যমে টেস্টে টানা ৬ ম্যাচে অর্ধশতক এবং ২৮ ম্যাচ ধরে শতকহীন বাবর। সবশেষ ২০২২ সালের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন এই পাকিস্তানি ব্যাটার।
ম্যাচে বাবরের পারফরমেন্সের মতোই পাকিস্তানের পারফরমেন্সও ছিল ধূসর। দ্বিতীয় ইনিংসে মাত্র ১৬৭ রানে গুটিয়ে গেছে পাকিস্তান। যদিও নাওমান আলী এবং শাহিন আফ্রিদির বোলিং দৃঢ়তায় শেষ পর্যন্ত ৯৩ রানের জয় পেয়েছে তারা। দুই ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন নাওমান আলী।
ক্রিফোস্পোর্টস/১৫অক্টোবর২৫/এআই
