Connect with us
ক্রিকেট

টানা ৭৫ ইনিংস ধরে সেঞ্চুরিহীন বাবর

বাবর আজম
বাবর আজম। ছবি: সংগৃহীত

সেঞ্চুরি খরা যেন কাটছেই না বাবর আজমের। একসময় রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতে থাকা বাবর যেন নিজেকে হারিয়ে খুঁজছেন। সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬ রানে আউট হওয়ার মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে টানা ৭৫ ইনিংস ধরে সেঞ্চুরিহীন রয়েছেন বাবর।

বর্তমানে ক্রিকেট খেলেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ইনিংস ধরে সেঞ্চুরি বিহীন রয়েছেন এই পাকিস্তানি তারকা ব্যাটার।

সবশেষ ২০২৩  সালের আগষ্টে নেপালের বিপক্ষে ঘরের মাঠে সেঞ্চুরির দেখা পেয়েছিলেন বাবর। এরপর সব মিলিয়ে ৭৫ ইনিংসে ব্যাট করলেও সেঞ্চুরির দেখা পাননি এই পাকিস্তানি তারকা ব্যাটার।



বাবরের পর সবচেয়ে বেশি ইনিংস ধরে সেঞ্চুরি বিহীন রয়েছেন ইংলিশ অধিনায়ক জশ বাটলার। সব মিলিয়ে ৬৮ ইনিংস ধরে সেঞ্চুরির দেখা পাননি এই ইংলিশ ব্যাটার।

টানা ৬৬ ইনিংস ধরে সেঞ্চুরি দেখার না পেয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন বাংলাদেশী ওপেনার তানজিদ হাসান তামিম। সবমিলিয়ে ৬৬ ইনিংস খেলার তামিম এখনো কোনো সেঞ্চুরির দেখা পাননি।

টানা ৬৩ ইনিংস ধরে সেঞ্চুরি বিহীন রয়েছে আরেক বাংলাদেশি ব্যাটার জাকের আলী। সব মিলিয়ে ৬৩ ইনিংস খেলেও কোনো সেঞ্চুরির দেখা পাননি এই বাংলাদেশি ব্যাটার।

ক্রিফোস্পোর্টস/২১অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট