তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আজ (মঙ্গলবার) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি পাকিস্তান। তবে ম্যাচ কে ছাপিয়ে বর্তমানে আলোচনায় বাবরের প্রত্যাবর্তন। একই সাথে এই ম্যাচে প্রত্যাবর্তন হতে যাচ্ছে প্রোটিয়া উইকেটকিপার ব্যাটার ডি ককের।
এক বছরের বিরতির পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন দক্ষিণ আফ্রিকার ওপেনার কুইন্টন ডি কক। আনুষ্ঠানিকভাবে টি-টোয়েন্টি থেকে অবসর না নিলেও গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালের পর থেকে তাকে আর এই ফরম্যাটে দেখা যায়নি।
অন্যদিকে, বাবর আজমের প্রত্যাবর্তন কিছুটা জটিল। পাকিস্তান দলে তার ফেরা যেন একদিকে স্বস্তি, অন্যদিকে বিতর্কের জন্ম দিয়েছে। সবশেষ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) পর থেকে তিনি আর কোনো টি-টোয়েন্টি খেলেননি। সেসময় কোচ মাইক হেসন বলেছিলেন, বাবরের খেলার কিছু দিক উন্নতির প্রয়োজন, বিগ ব্যাশ লিগে খেলে ফর্ম ফিরে পাওয়াই হতে পারে তার দলে ফেরার পথ। কিন্তু শেষ পর্যন্ত কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ না খেলেই আবার দলে ফিরেছেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে থাকায় সিরিজের ফলাফল দু’দলের জন্যই গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে এক জমজমাট সিরিজ দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।
ক্রিফোস্পোর্টস/২৮অক্টোবর২৫/এআই