Connect with us
ক্রিকেট

৫ বছর পর এমন দিন দেখলেন বাবর আজম

Babar Azam
বাবর আজম। ছবি- সংগৃহীত

বাইশ গজে সময়টা ভালো যাচ্ছে পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমের। দীর্ঘদিন ধরেই রানখরায় ভুগছেন এই তারকা ব্যাটার। টানা ব্যর্থতা ও ধীরগতির ব্যাটিংয়ে কারণে জায়গা হারিয়েছে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে। তবে ওয়ানডে দলে জায়গা পেয়েও ব্যর্থতার বৃত্ত থেকে বেরোতে পারছেন না এই অভিজ্ঞ ব্যাটার।

ব্যাট হাতে যেন বড় ইনিংস খেলতেই ভুলে গেছেন বাবর। প্রায় দুই বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট কোনো সেঞ্চুরি নেই তার। সবশেষ সেঞ্চুরি এসেছিল ২০২৩ সালের আগস্টে ওয়ানডেতে নেপালের বিপক্ষে এশিয়া কাপের ম্যাচে। এরপর কোনো ফরম্যাট মিলিয়েই সেঞ্চুরির দেখা পাননি তিনি। বিশেষ করে ওয়ানডেতে সবশেষ ৩০ ইনিংসে সেঞ্চুরি নেই তার।

বাবরের এই টানা ব্যর্থতার প্রভাব পড়েছে আইসিসি র‍্যাঙ্কিংয়েও। গত জুনেই ৮ বছর পর টি-টোয়েন্টি ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা হারান তিনি। এবার ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৫ বছর পর সেরা দুইয়ের বাইরে চলে গেলেন এই তারকা ব্যাটার।



আজ বুধবার (১৩ আগস্ট) সাপ্তাহিক হালনাগাদকৃত র‍্যাঙ্কিং প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যেখানে ওয়ানডে ব্যাটারদের তালিকায় এক ধাপ পিছিয়ে সেরা দুই থেকে ছিটকে গেছে বাবর। ৭৫১ রেটিং নিয়ে এখন তিন নম্বরে অবস্থান করছেন এই তারকা ব্যাটার।

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজে খেলেছেন বাবর। সিরিজের প্রথম ম্যাচে অল্পের জন্য ফিফটি মিস করে ৪৭ রান ফিরে যান তিনি। তবে পরের দুই ম্যাচে ব্যর্থ হয়েছেন বাবর। দ্বিতীয় ম্যাচে ডাক ও তৃতীয় ম্যাচে মাত্র ৯ রান করে ফেরেন এই তারকা। সবমিলিয়ে ৩ ম্যাচে ১৮.৬৭ গড় ও ৬২.২২ স্ট্রাইক রেটে ৫৬ রান করেন তিনি। আর এমন বাজে পারফরম্যান্সেরই প্রভাব পড়েছে তার র‍্যাঙ্কিংয়ে।

এদিকে বাবরের পাশাপাশি একধাপ পিছিয়ে ২৩ নম্বরে নেমে গেছেন মোহাম্মদ রিজওয়ান। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ওয়ানডেতে ৩ ইনিংস মিলিয়ে ২৩ গড়ে ৬৯ রান করেন পাকিস্তান অধিনায়ক। যার ফলে র‍্যাঙ্কিংয়ে অবনতি হয়েছে তারও।

বাবর শীর্ষ দুইয়ের বাইরে চলে যাওয়ায় একধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছেন রোহিত শর্মা। তার রেটিং পয়েন্ট ৭৫৬। আর ৭৮৪ রেটিং নিয়ে বরাবরের মতোই শীর্ষে অবস্থান করছেন শুবমান গিল। এছাড়া শীর্ষ দশে আর কোনো পরিবর্তন আসেনি।

ক্রিফোস্পোর্টস/১৩আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট