শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আউট হওয়ার পর ক্রিজ ছাড়ার আগে ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করায় বাবর আজমের ম্যাচ ফি-র ১০% জরিমানা করেছে আইসিসি।
আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ ভঙ্গের দায়ে বাবরকে শাস্তির মুখে পড়তে হয়েছে, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম কিংবা স্থাপনা ক্ষতিগ্রস্ত করার সঙ্গে সম্পর্কিত।
জরিমানার পাশাপাশি বাবরের শৃঙ্খলাবিধিতে একটি ডিমেরিট পয়েন্টও যোগ করা হয়েছে। গত ২ বছরে এটিই বাবরের প্রথম ডিমেরিট পয়েন্ট।
বাবরের ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ২১তম ওভারে। জেফরি ভান্ডারসের বলে ৩৪ রানে বোল্ড হন বাবর। নিজের উইকেট যেন কোনোভাবেই মানতে পারছিলেন না বাবর, রাগের বশে ব্যাট দিয়ে স্ট্যাপে আঘাত করে বসেন তিনি।
অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও রাশিদ রিয়াজ, তৃতীয় আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শাহিদ এবং চতুর্থ আম্পায়ার ফয়সাল আফ্রিদি বাবরের আচরণ নিয়ে অভিযোগটি তোলেন, এবং এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেলের ম্যাচ রেফারি আলী নকভি শাস্তির প্রস্তাব দেন।
অভিযোগ অস্বীকার করে শুনানির আবেদন করার সুযোগ ছিল বাবরের। তবে অভিযোগ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আলাদা শুনানির প্রয়োজন হয়নি।
ম্যাচে শেষ পর্যন্ত জয় পেয়েছে পাকিস্তান। শেষ ম্যাচে জয়ের মাধ্যমে ৩-০ ব্যবধানে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। ব্যাট হাতে মোট ১৬৫ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক হন বাবর। দীর্ঘ ৮৩ ইনিংস পর সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সেঞ্চুরির দেখা পান বাবর, এই সেঞ্চুরির মাধ্যমে পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার সাঈদ আনোয়ারের সাথে যৌথভাবে পাকিস্তানের হয়ে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরির মালিক বনে যান বাবর। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে তাদের সেঞ্চুরি সংখ্যা ২০।
ক্রিফোস্পোর্টস/১৮নভেম্বর২৫/এআই