Connect with us
ক্রিকেট

ক্রিকেটারদের আলটিমেটাম

নাজমুল পদত্যাগ না করলে সব ধরনের খেলা বয়কটের ঘোষণা

TEam bangladesh
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি- সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে উত্তাল হয়ে উঠেছে দেশের ক্রিকেটাঙ্গন। আগামীকালের মধ্যে তিনি পদত্যাগ না করলে বিপিএলসহ সব ধরনের ক্রিকেট ম্যাচ বয়কটের ডাক দিয়েছে ক্রিকেটারদের সংগঠন কোয়াব।

বুধবার রাতে জুমে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এই আল্টিমেটাম দেন কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন।

তিনি সাফ জানিয়ে দেন, আগামীকাল দুপুর ১টায় বিপিএলের ম্যাচ শুরুর আগেই নাজমুল ইসলামকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ক্রিকেটাররা মাঠে নামবেন না।



বিতর্কের সূত্রপাত যেভাবে

সাম্প্রতিক সময়ে ক্রিকেটারদের নিয়ে নাজমুল ইসলামের বেশ কিছু মন্তব্যকে ‘অপমানজনক’ বলে মনে করছেন খেলোয়াড়রা। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের যাওয়া নিয়ে চলমান টানাপড়েনের মাঝে এক প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন, ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা কি ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাচ্ছি নাকি!

এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ফেসবুক পোস্টে ‘ভারতীয় দালাল’ হিসেবে উল্লেখ করেও তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন এই বোর্ড পরিচালক।

ক্রিকেটারদের ক্ষোভ ও কোয়াবের অবস্থান

সংবাদ সম্মেলনে মোহাম্মদ মিঠুন বলেন, প্রথমে একজনের ওপর, এরপর এখন সব ক্রিকেটারদের নিয়ে যেভাবে কুরুচিপূর্ণ শব্দ ব্যবহার করা হচ্ছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়। একজন পরিচালকের ভাষাগতভাবে আরও সাবধান হওয়া উচিত ছিল। তাঁর কথা পুরো ক্রিকেটাঙ্গনকে আঘাত করেছে।

Mithun

নাজমুল ইসলামের ‘বোর্ড আগে নাকি ক্রিকেটার আগে’ মন্তব্যের প্রেক্ষিতে মিঠুন বলেন, উনি যেভাবে আমাদের ছোট করেছেন, তার প্রতিবাদে আমরা এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। পদত্যাগ না করা পর্যন্ত কোনো স্তরের ক্রিকেট চলবে না।

বিসিবির দুঃখ প্রকাশ

ক্রিকেটারদের এই চরম আল্টিমেটামের আগেই এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দুঃখ প্রকাশ করেছে বিসিবি। বোর্ড জানিয়েছে, কোনো পরিচালকের ব্যক্তিগত মন্তব্য বিসিবির আনুষ্ঠানিক অবস্থান নয়। এ ধরনের মন্তব্য বিসিবির মূল্যবোধ বা আচরণবিধির প্রতিফলন নয় বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

ক্রিফোস্পোর্টস/১৪জানুয়ারি২৬/এসএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট