Connect with us
ক্রিকেট

রিজওয়ানের বিশ্ব রেকর্ড ভেঙে দিল অস্ট্রিয়ান ব্যাটার

রিজওয়ান ও করণবীর সিং
রিজওয়ানের রেকর্ড ভেঙে দিলেন অস্ট্রিয়ার করণবীর সিং। ছবি: সংগৃহীত

পাকিস্তানের হয়ে ঝড় তুলে ২০২১ সালে ১৩২৬ রানের বিশ্বরেকর্ড গড়েছিলেন রিজওয়ান। কিন্তু সেই রেকর্ড ভেঙে দেন অস্ট্রিয়ার করণবীর সিং করেন ১৪৮৮ রান। যা এখন এক বছরে সবচেয়ে বেশি রান করার রেকর্ড। শুধু রান নয়, রিজওয়ানের সর্বোচ্চ চার মারার রেকর্ড ও ভেঙে দেন তিনি।

অস্ট্রিয়া ও রোমানিয়ার মধ্যকার সিরিজে এই অবিশ্বাস্য কীর্তি গড়েছেন করণবীর। এক বছরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৪৮৮ রান করেছেন তিনি, যা রিজওয়ানের চার বছরের পুরোনো রেকর্ডকে ছাড়িয়ে গেছে। চলতি বছর অস্ট্রিয়ার জার্সিতে ৩২ ম্যাচে ২ সেঞ্চুরি ও ১৩ ফিফটি করেছেন এই ব্যাটার।

রোমানিয়ায় ১৮ ও ১৯ অক্টোবর দুই দিনে চার ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত খেলেছেন করণবীর। প্রথম ম্যাচে ২৭ বলে ৫৭, দ্বিতীয় ম্যাচে ৯০, তৃতীয় ম্যাচে ৭৪ এবং শেষ ম্যাচে ১২ বলে ২৭ রান করেন। এই পারফরম্যান্সেই তিনি রিজওয়ানকে পেছনে ফেলেছেন। এখন তিনি এগিয়ে আছেন ১৬২ রানে।



রানের পাশাপাশি চার-ছক্কার রেকর্ডও এখন করণবীরের দখলে। ২০২৫ সালে তিনি ১২৭ চার ও ১২২ ছক্কা মেরেছেন দুটোই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক বছরের সর্বোচ্চ। আগে এই রেকর্ডগুলো ছিল মোহাম্মদ রিজওয়ানের। যিনি ২০২১ সালে এক বছরে সর্বোচ্চ ১১৯ চার মেরেছিলেন। অন্যদিকে ২০২২ সূর্যকুমার যাদবের এক ক্যালেন্ডারে ৬৮ ছক্কা মেরেছিলেন।

টি-টোয়েন্টিতে এক বছরে এক হাজার রানের মাইলফলক পার করা ব্যাটার আছেন মাত্র চারজন, যার মধ্যে দুজনই অস্ট্রিয়ার করণবীর সিং (১৪৮৮ রান) এবং বিলাল জালমাই (১০০৮ রান)। বাকি দুজন হলেন রিজওয়ান ও সূর্যকুমার যাদব। 

যদিও রিজওয়ানের জন্য সময়টা এখন ভিন্ন। ২০২১ সালে তিনি ছিলেন ফর্মের তুঙ্গে যেখানে এক সেঞ্চুরি ও ১২ ফিফটিতে করেছিলেন ১৩২৬ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিন ফিফটিতে ২৮১ রান করেছিলেন তিনি। কিন্তু ২০২৪ সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলার পর থেকে তাঁকে আর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দেখা যায়নি।

ক্রিফোস্পোর্টস/২৪অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট