Connect with us
ক্রিকেট

ইতিহাস গড়ে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার রেকর্ডব্রেকিং জয়

অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ছবি: আইসিসি

বিশ্বকাপের মত বড় আসরে অজিরা যে কতটা ভয়ংকর তা আবারও প্রমাণ করল অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। ভারতের বিপক্ষে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ ২০২৫-এর ম্যাচে দলটি পেয়েছে রেকর্ড গড়া জয়। অধিনায়ক অ্যালিসা হিলির দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে তিন উইকেটে হারায় অস্ট্রেলিয়া, আর সেই সঙ্গে গড়ে নতুন নতুন রেকর্ড।

নারী ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয়

ভারতের দেওয়া ৩৩১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩৩১ রানই তুলে নেয় অস্ট্রেলিয়া, যা নারী ওয়ানডে ক্রিকেটে ইতিহাসের সর্বোচ্চ রান তাড়া করে জয়। এর আগে এই রেকর্ড ছিল শ্রীলঙ্কার, যারা গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩০২ রান তাড়া করে জিতেছিল।
বিশ্বকাপের ইতিহাসেও এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় রান তাড়া করে জয়। ২০২২ সালে ভারতের বিপক্ষে ২৭৮ রান তাড়া করার রেকর্ডও নিজেদের হাতেই ভাঙল অস্ট্রেলিয়া।



বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ দলীয় সংগ্রহ

এত রান করে হারের দিনেও ভারত রেকর্ড গড়েছে। তাদের ৩৩০ রানের ইনিংস এখন নারী ওয়ানডে বিশ্বকাপে ভারতের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩১৭/৮ ছিল তাদের সর্বোচ্চ স্কোর।

দুই দলের মোট রানও রেকর্ডের তালিকায়

এই ম্যাচে দুই দল মিলে মোট রান করেছে ৬৬১। নারী ওয়ানডে ইতিহাসে এটি তৃতীয় সর্বোচ্চ যৌথ সংগ্রহ। এর চেয়ে বেশি রান কেবল দুটি ম্যাচেই দেখা গেছে-গত মাসে দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে ৭৮১ রান এবং ২০১৭ সালে ব্রিস্টলে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকার ম্যাচে ৬৭৯ রান।

হিলির দারুণ সেঞ্চুরি ও নতুন রেকর্ড

অধিনায়ক অ্যালিসা হিলি খেলেছেন ১৪২ রানের ঝড়ো ইনিংস, যা নারী বিশ্বকাপে কোনো অধিনায়কের তৃতীয় সর্বোচ্চ রান। তাঁর ওপরে আছেন কেবল দুই অস্ট্রেলীয়-বেলিন্ডা ক্লার্ক (১৯৯৭ সালে ডেনমার্কের বিপক্ষে ২২৯*) ও মেগ ল্যানিং (২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ১৫২*)।

৩৭ বছর পর অস্ট্রেলিয়ার হয়ে পাঁচ উইকেট

বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেন অ্যানাবেল সাদারল্যান্ড। অসাধারণ বোলিংয়ে ৫/৪০ নিয়ে তিনিই হয়েছেন টুর্নামেন্টের প্রথম বোলার, যিনি পাঁচ উইকেট নিয়েছেন। ১৯৮৮ সালে লিন ফুলস্টনের পর এত বছর পর আবার কোনো অস্ট্রেলীয় বোলার নারী বিশ্বকাপে পাঁচ উইকেটের কীর্তি গড়লেন।

ম্যান্ডানার নতুন মাইলফলক ছোঁয়া

ভারতের ওপেনার স্মৃতি ম্যান্ডানা ম্যাচটিতে গড়েছেন একাধিক ব্যক্তিগত রেকর্ড। তিনি হয়েছেন মিতালি রাজের পর দ্বিতীয় ভারতীয় ব্যাটার, যিনি নারী ওয়ানডে ক্রিকেটে ৫ হাজার রান পূর্ণ করেছেন। এছাড়া তিনি সবচেয়ে কম ম্যাচে (১১২) ও সবচেয়ে কম বয়সে (২৯ বছর) এই কীর্তি গড়েছেন। এ বছরই তিনি নারী ওয়ানডেতে ১ হাজার রান পূর্ণ করেছেন-এমন কৃতিত্বও কোনো ভারতীয় ব্যাটারের নেই। বর্তমানে তাঁর রান ১৮ ইনিংসে ১,০৬২, যার মধ্যে চারটি সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি।

সবচেয়ে বেশি ছক্কার ম্যাচ

রেকর্ডসংখ্যক রানের পাশাপাশি ছক্কাও হয়েছে রেকর্ডসংখ্যায়। দুই দল মিলে মোট ১৩টি ছক্কা মেরেছে, যা নারী বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ। ভারতের হয়ে সাতটি ছক্কার মধ্যে তিনটি এসেছে স্মৃতি ম্যান্ডানার ব্যাট থেকে, অস্ট্রেলিয়া দিয়েছে ছয়টি।

ক্রিফোস্পোর্টস/১৩অক্টোবর২৫/টিএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট