ব্রিসবেনে দিবা-রাত্রির টেস্টে চতুর্থ দিনেই ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে মাত্র ১০ ওভারেই ৬৫ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেছে স্মিথের দল।
৬ উইকেটে ১৩৪ রানে আজ (রোববার) চতুর্থ দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। ইনিংস ব্যবধানে হার এড়াতে ইংলিশদের দরকার ছিল ৪৩ রান। এই লজ্জা এড়াতে বাজবলের প্রবর্তক ইংল্যান্ড চিরচেনা আগ্রাসী ব্যাটিং থেকে সরে দাঁড়ায়। আগের দিনের দুই অপরাজিত ব্যাটার বেন স্টোকস ও উইল জ্যাকস ১৯৩ রান তোলেন তারা স্কোরবোর্ডে।
ইনিংসে ব্যক্তিগত ফিফটি তুলে নেন অধিনায়ক বেন স্টোকস। ৯২ বলে ৪১ ও দলীয় ২২৪ রানে ফেরেন জ্যাকস। মাইকেল নেসারের বলে বাঁদিকে ঝাঁপিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ ধরেন স্টিভ স্মিথ। ২২১ বলে ৯৬ রানের জুটি ভাঙে।
বাকি তিন উইকেট তুলে নিতে খুব একটা সময় নেয়নি অজি পেসাররা। স্টোকস ৫০ রান করে নেসারের বলে ক্যারির গ্লাভসে ধরা পড়েন। এর পরেই ফেরেন অ্যাটকিনসন, নেসারের পঞ্চম শিকার হয়ে ফেরেন ব্রাইডন কার্স।
২৪১ রানে থেমে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। নেসার ১৬.২ ওভারে ৪২ রান দিয়ে ৫ উইকেট নেন। দুটি করে উইকেট পান স্কট বোল্যান্ড ও মিচেল স্টার্ক।
প্রথম ইনিংসে জো রুটের অপরাজিত সেঞ্চুরিতে ৩৩৪ রান পুঁজি পেয়েছিল ইংল্যান্ড। এর জবাবে ৫১১ রান করে অস্ট্রেলিয়া। ১৭৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ২৪১ রানের বেশি করতে পারেনি সফরকারীরা।
মাত্র ৬৫ রানের লক্ষ্যে নেমে অ্যাটকিনসনের টানা দুই ওভারে ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেনকে হারায় অস্ট্রেলিয়া। হেডের সংগ্রহ ২২ ও লাবুশেনের সংগ্রহ ৩। এরপর ব্যাটিংয়ের নেমেই মারমুখী ভূমিকায় উত্তীর্ণ হন স্মিথ। ৯ বলে দুটি করে চার ও ছয় মেরে দলকে জেতান। দশম ওভারে তার ছক্কায় লক্ষ্যে পৌঁছায় স্বাগতিকরা। ২৩ রানে অপরাজিত ছিলেন অধিনায়ক। অন্য প্রান্তে ১৭ রানে খেলছিলেন ওপেনার জেক ওয়েদারাল্ড। ১০ ওভারে ২ উইকেটে ৬৯ রান করে অজিরা।
দুই ইনিংসে বল হাতে ৮ উইকেট ও ব্যাট হাতে ৭৭ রানে ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন স্টার্ক। আগামী ১৭ ডিসেম্বর ফ্রিজের তৃতীয় টেস্টে অ্যাডিলেডে ইংল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক অস্ট্রেলিয়া।
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৫/এআই