Connect with us
ক্রিকেট

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে বড় ব্যবধানে হারল অস্ট্রেলিয়া

Australia suffer heavy defeat to South Africa at home
জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। ছবি- এসএ ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে দুর্দান্ত শুরু পেল দক্ষিণ আফ্রিকা। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করে স্বাগতিকদের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়েছে প্রোটিয়ারা। এতে তিন ম্যাচের সিরিজে ১-০ তে লিড নিয়েছে টেম্বা বাভুমার দল।

মঙ্গলবার (১৯ আগস্ট) সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৯৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

কেয়ার্নসের কাজালিস স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৯৬ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে কেশব মহারাজের ঘূর্ণির সামনে দাঁড়াতেই পারেনি অজি ব্যাটাররা। ৪০.৫ ওভার খেলে ১৯৮ রান তুলে স্বাগতিকদের ব্যাটিং ইনিংসের সমাপ্তি ঘটে।



প্রোটিয়াদের হয়ে ফাইফার নেন কেশব মহারাজ। ১০ ওভারে ১ মেডেনসহ ৩৩ রান খরচায় মূল্যবান ৫টি উইকেট তুলে নেন এই স্পিনার। তাকে উইকেট দিয়ে ফেরেন মারনাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, অ্যালেক্স কেরি, অ্যারন হার্ডি। তাঁদের মধ্যে কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি। এছাড়া ২টি করে উইকেট শিকার করেন নান্দ্রে বার্গার ও লুঙ্গি এনগিদি।

অস্ট্রেলিয়ার পক্ষে একাই লড়ে গেছেন অধিনায়ক মিচেল মার্শ। ৯৬ বলে ৮৮ রানের ইনিংস খেলেন অজি অধিনায়ক। তবে জয়ের জন্য তার যথেষ্ট ছিল না। এছাড়া বেন দ্বয়ারসিস ৩৩ এবং ট্রাভিস হেডের ব্যাট থেকে এসেছে ২৭ রান।

এর আগে ব্যাটিংয়ে নেমে এইডেন মার্করামের ৮২, টেম্বা বাভুমার ৬৫, ম্যাথিউ ব্রিটজেকের ৫৭ রানের ইনিংসে ভর করে প্রায় তিনশো রানের বড় পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। এছাড়াও রায়ান রিকেলটন ৩৩ এবং উইয়ান মুল্ডার ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেন।

অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে দারুণ করেন ট্রাভিস হেড। ৯ ওভারে ৫৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন তিনি। এছাড়া দ্বয়ারসিস ২টি এবং অ্যাডাম জাম্পা একটি উইকেটের দেখা পান।

ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট