
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বাদ পড়েছেন নিয়মিত মুখ মার্নাস লাবুশেন, তার জায়গায় প্রথমবারের মত ডাক পেয়েছেন কুইন্সল্যান্ডের ব্যাটার ম্যাট রেনশ।
লাবুশেনের বাদ পড়া অনেকটা প্রত্যাশিতই ছিল। কেননা শেষ ১০ ইনিংসে মাত্র একবার ৪০-এর ঘর পার করতে পেরেছে। তবে দল থেকে বাদ পরলেও এখন তিনি শেফিল্ড শিল্ডে মনোযোগ দিতে পারবেন, যেখানে শুরুতেই তাসমানিয়ার বিপক্ষে করেছিলেন ১৬০ রান। ফলে নিজেকে প্রমাণ করাদ দারুণ একটা সুযোগ পাচ্ছেন তিনি।
এদিকে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলের চমক হচ্ছে ম্যাট রেনশ। সাম্প্রতিক লিস্ট ‘এ’ ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি অস্ট্রেলিয়া ‘এ’-এর হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করার পুরষ্কার হিসেবেই দলে ডাক পেয়েছেন তিনি। তবে লাল বলের ক্রিকেটে ওপেনিং করলেও ওয়ানডেতে সাধারণত ৩ বা ৪ নম্বরে খেলে থাকেন তিনি। গত তিন বছরে ৪৮ গড়ে ছয়টি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
একই সাথে দলে ফিরেছেন মিচেল স্টার্ক। তবে শেফিল্ড শিল্ডের দ্বিতীয় রাউন্ডে খেলার জন্য প্রথম ম্যাচে থাকছেন না উইকেট কিপার আলেক্স ক্যারি। তার বদলে চোট কাটিয়ে ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটার জশ ইংগ্লিশ।
এদিকে ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না গ্লেন ম্যাক্সওয়েল। অন্যদিকে ক্যামেরুন গ্রিন থাকবেন কেবল ওয়ানডেতে, অ্যাশেজ প্রস্তুতির জন্য টি-টোয়েন্টি ফরম্যাট থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।
অস্ট্রেলিয়ার নির্বাচক জর্জ বেইলি জানিয়েছেন, প্রথম দুটি টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করা হলেও শেষ দিকের ম্যাচগুলোয় কিছু রোটেশন করা হবে। তিনি বলেন, “আমরা মূলত চেষ্টা করছি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ও টেস্ট চ্যাম্পিয়নশিপ-দুই দিকেই সমান ভারসাম্য রাখতে।”
এদিকে দারুণ পারফরম্যান্স এর কারণে দলে টিকে গেছেন তরুণ অলরাউন্ডার কুপার কনোলি, যিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেট নিয়েছিলেন এবং ভারতের বিপক্ষে করেছিলেন দুটি অর্ধশতক। অন্যদিকে ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন মিচেল ওউন।
ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে যথাক্রমে ১৯,২৩ ও ২৫ অক্টোবর। পার্থ, অ্যাডিলেড এবং সিডনিতে ম্যাচগুলো আয়োজিত হবে। এছাড়া প্রথম দুটি টি-টোয়েন্টি হবে ক্যানবেরা ও মেলবোর্নে ২৯ ও ৩১ অক্টোবর।
অস্ট্রেলিয়া ওয়ানডে স্কোয়াড বনাম ভারত:
মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), কুপার কনোলি, বেন ডুয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হেইজলউড, ট্রাভিস হেড, জশ ইনগ্লিস (উইকেটরক্ষক), মিচেল ওউন, ম্যাট রেনশ, ম্যাথিউ শর্ট, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা।
অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি স্কোয়াড (প্রথম দুই ম্যাচ):
মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, টিম ডেভিড, বেন ডুয়ারশুইস, নাথান এলিস, জশ হেইজলউড, ট্রাভিস হেড, জশ ইনগ্লিস (উইকেটরক্ষক), ম্যাথিউ কুহনেমান, মিচেল ওউন, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা।
ক্রিফোস্পোর্টস/৭অক্টোবর২৫/টিএ
