
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল অজিরা।
ম্যাচে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় অস্ট্রেলিয়া। শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভারত। দলীয় ১৭ রানে অধিনায়ক শুভমান গিল আউট হওয়ার পর একই ওভারে আউট হন বিরাট কোহলি।
এরপর শ্রেয়াস আইয়ারকে নিয়ে ১১৮ রানের জুটি গড়েন রোহিত শর্মা। ব্যক্তিগত ৭৩ রানে রোহিতের আউটের পর ৬১ রানে আউট হন আইয়ার।
শেষে হার্ষিতের ২৪ রানে ভর করে ৫০ ওভার শেষে ৯ উইকেট হারিয়ে ২৬৪ রান করতে সক্ষম হয় ভারত। অজিদের হয়ে ৪ উইকেট সংগ্রহ করেন অ্যাডম জাম্পা, ৩ উইকেট নিয়েছেন বার্টলেট।
জবাবে, ম্যাথিউ শর্টের ৭৪ ও কননোলির ৬১ রানে ভর করে ৪৬.২ ওভারে ২ উইকেট হাতে জয়ের বন্দরে পৌঁছায় অজিরা। ভারতের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন আর্শদীপ সিং, হার্ষিত রানা ও ওয়াশিংটন সুন্দর।
ম্যাচসেরা হয়েছেন অজি স্পিনার অ্যাডাম জাম্পা। ৩ ম্যাচের সিরিজের একম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করলো অজিরা।
সিরিজের শেষ ওয়ানডে তে আগামী ২৫ অক্টোবর মুখোমুখি হবে দুদল।
ক্রিফোস্পোর্টস/২৩অক্টোবর২৫/এআই
