Connect with us
ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ

ভারতে নিপাহ ভাইরাস সংক্রমণ নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ প্রকাশ

T-20 world cup
ভারতে বাড়ছে নিপাহ ভাইরাস। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগমুহূর্তে নতুন এক স্বাস্থ্যঝুঁকি ঘিরে আলোচনা শুরু হয়েছে। ভারতে নিপাহ ভাইরাসের সাম্প্রতিক প্রাদুর্ভাব নিয়ে উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া সরকার। শুক্রবার দেশটির স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার বলেন, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

অস্ট্রেলিয়ার নাইন নেটওয়ার্ক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে বাটলার জানান, নিপাহ ভাইরাস কখনও অস্ট্রেলিয়ায় শনাক্ত হয়নি। তবে গত ডিসেম্বর ভারতে যে প্রাদুর্ভাবের খবর পাওয়া গেছে, সেটিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি। তিনি বলেন, ভারতীয় কর্তৃপক্ষ ক্যানবেরাকে আশ্বস্ত করেছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তবুও সতর্কতা অব্যাহত থাকবে, কারণ এটি গুরুতর সংক্রামক রোগ।

এদিকে পাকিস্তানের কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়েছে, নিপাহ ভাইরাসের কারণে ইংল্যান্ড ক্রিকেট দল ভারতে খেলতে অনাগ্রহ দেখিয়েছে। তবে এ বিষয়ে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি। ফলে খবরটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।



অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডও এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি। তবে অতীতে দেখা গেছে, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড দুই দেশই খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তার প্রশ্নে কঠোর অবস্থান নেয়। পরিস্থিতির অবনতি হলে তারা অবস্থান পুনর্বিবেচনা করতে পারে এমন আলোচনা ক্রীড়াঙ্গনে ঘুরপাক খাচ্ছে।

এর আগে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে নিজেদের ম্যাচ ভারতে না খেলে শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইসিসি সে আবেদন নাকচ করে দেয়। পরে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হয়।

এ অবস্থায় নিপাহ ভাইরাস ইস্যুতে যদি অন্য কোনো দলের ম্যাচ ভেন্যু পরিবর্তনের প্রশ্ন ওঠে, তাহলে আইসিসির সিদ্ধান্ত নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে সময় খুব বেশি নেই। এর মধ্যে স্বাস্থ্য পরিস্থিতি কী দিকে যায়, সেটাই এখন নজরে ক্রীড়াবিশ্বের। তবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের এই উদ্বেগ আয়োজকদের ওপর বাড়তি চাপ প্রয়োগ করবে বলেই বোঝা যাচ্ছে।

ক্রিফোস্পোর্টস/৩০জানুয়ারি২৬/টিএ

Crifosports announcement

Focus

More in ক্রিকেট