 
																												
														
														
													ঘরের মাঠে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজ জয়ের পথও সহজ করে রাখলো অস্ট্রেলিয়া। ক্যানবেরাতে প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে পরিত্যক্ত হলেও মেলবোর্নে দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হয়েছে ঠিকভাবেই। এই ম্যাচে ভারতকে হেসেখেলে হারিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেছে স্বাগতিকরা।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ভারতকে ৪ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাট করতে ন্বমে ১৮.৪ ওভারে ১২৫ রান করে গুটিয়ে যায় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ১৩.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যের পৌঁছে যায় অস্ট্রেলিয়া।
এদিন সহজ লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়াকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার ট্রাভিস হেড ও মিচেল মার্শ। উদ্বোধনী জুটিতে ২৮ বলে ৫১ রান যোগ করেন তারা। পঞ্চম ওভারে হেডের মারকুটে ইনিংসের সমাপ্তি ঘটে। ১৫ বলে ৩ চার ও ১ ছক্কায় ২৮ রান করে ফেরেন এই ওপেনার।
হেড ফেরার পর ব্যাট হাতে তান্ডব চালান মার্শ। দ্বিতীয় উইকেট জুটিতে ৩৬ রানের মধ্যে তিনি একাই ১৩ বলে ৩৩ রান যোগ করেন। ইনিংসের অষ্টম ওভারে দলের ৮৭ রানের মাথায় বিদায় নেন মার্শ। সাজঘরে ফেরার আগে ২৬ বলে ২ চার ও ৪ ছক্কায় ৪৬ রান করেন অজি অধিনায়ক।
দুই ওপেনার জয়ের পথ তৈরি করে রেখে গেলেও পরবর্তীতে মিডল অর্ডারে বেশকিছু উইকেট হারায় অস্ট্রেলিয়া। তবে তাতে স্বাগতিকদের ইনিংসে বড় কোনো প্রভাব পড়েনি। জশ ইংলিসের ২০, মিচেল ওয়েনের ১৪ এবং মার্কাস স্টয়নিসের অপরাজিত ৬ রানের ক্যামিওতে ৪০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ভারতের পক্ষে জাসপ্রিত বুমরাহ, কুলদীপ যাদব ও বরুণ চক্রবর্তী।
এর আগে ব্যাটিংয়ে নেমে ভারত শুরু থেকেই উইকেট হারাতে থাকে। এক অভিষেক ব্যাট হাতে দাঁড়ালেও হর্ষিত রানা ছাড়া তাকে সঙ্গ দেওয়ার মতো ছিলেন না কেউ। অভিষেকের ৩৭ বলে ৬৮ এবং রানার ৩৩ বলে ৩৫ রানের ইনিংসে ভর করে ভর করেই শতরান পেরোতে সক্ষম হয় সফরকারীরা। বাকিরা কেউই দুই অঙ্কের ঘর ছুঁতে পারেননি।
অস্ট্রেলিয়ার পক্ষে জশ হ্যাজেলউড ৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন। ২টি করে উইকেট নেনে নাথান এলিস ও হ্যাভিয়ের বার্টলেট। এছাড়া একটি উইকেট নেন মার্কাস স্টয়নিস।
সংক্ষিপ্ত স্কোর :
ভারত : ১২৫/১০ (১৮.৪ ওভার)
অস্ট্রেলিয়া : ১২৬/৬ (১৩.২ ওভার)
ফলাফল : অস্ট্রেলিয়া ৪ উইকেটে জয়ী
ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/বিটি
 
												
																					 
   
										 
									         
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																					 
																							 
																							 
																							 
																							 
																							 
			 
									 
									 
									 
									 
									 
									 
																	 
									 
																	 
									 
																	