
চলমান নারী ওয়ানডে বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করল অস্ট্রেলিয়া। বাংলাদেশকে রীতিমত উড়িয়ে দিয়ে সবার আগে শেষ চারের অবস্থান পাকাপোক্ত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। গ্রুপ পর্বের দুই ম্যাচ হাতে রেখেই অপরাজিত থেকে পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করল নারী অজিরা।
আজ বৃহস্পতিবার ভারতের ভিশাখাপাটনামে বাংলাদেশের মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়া। যেখানে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৯৮ রান সংগ্রহ করতে সক্ষম হয় লাল-সবুজের প্রতিনিধিরা। বিপরীতে ১০ উইকেট হাতে রেখে বড় জয় তুলে নিয়েছে সর্বোচ্চ ৭ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
এই জয়ে নিজেদের খেলা পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অর্থাৎ বাকি থাকা দুই ম্যাচে হেরে গেলেও আর সেরা চার দলের মধ্যে থাকা তাদের অনিশ্চিত হবে না। ফলে নিজেদের রেকর্ড ৮ম বারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের পথে আরও এগিয়ে গেল অস্ট্রেলিয়া।
পয়েন্ট তালিকায় এর পরেই সেমির পথে নিজেদের এগিয়ে রেখেছে ইংল্যান্ড। নিজেদের খেলে চার ম্যাচে তিন জয় ও একটি পরিত্যক্ত হওয়ার পর ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে তারা। তবে কাগজে কলমে সেমি নিশ্চিত করতে তাদের এখনও অপেক্ষা করতে হবে পরবর্তী ম্যাচের দিকে। অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডসহ সেমির তিন স্থানের জন্য লড়াই করছে ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
উল্লেখ্য, আজ বিশাখাপাটনামের এসিএ-ভিডিসিএ বাংলাদেশের দেয়া ১৯৯ রানের জবাবে খেলতে নেমে অ্যালিশা হিলি ও ফোবি লিচফিল্ডের ১৪৯ বলে ২০২ রানের অপরাজিত জুটিতে জয় নিশ্চিত করে অস্ট্রেলিয়া। যেখানে টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির দেখা পেয়েছে হিলি। করেছেন ৭৭ বলে ১১৩ রান। আর লিচফিল্ডের ব্যাট থেকে এসেছে ৭২ বলে ৮৪ রান।
আসরের শুরুতে পাকিস্তানকে পরাজিত করে ভালো শুরুর পর আশা দেখছিল বাংলাদেশ। তবে টানা চার ম্যাচে পরাজিত হলো টাইগ্রেসরা। আর অস্ট্রেলিয়ার কাছে আজ হারের পর বাংলাদেশের সেমির স্বপ্ন রীতিমত অসম্ভব হয়ে পড়েছে।
ক্রিফোস্পোর্টস/১৬অক্টোবর২৫/এফএএস
