অ্যাশেজের দ্বিতীয় টেস্ট শুরু বৃহস্পতিবার। ব্রিসবেনের গাবায় বৃহস্পতিবার শুরু হবে ডে–নাইট ম্যাচ। তার আগে অস্ট্রেলিয়া দল ঘোষণা করেছে। কোনো প্রকার পরিবর্তন না এনে আগের মতোই অপরিবর্তিত স্কোয়াড ঘোষণা করেছে তারা। তবে গুরুত্বপূর্ণ দুই পেসার প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড আবারও খেলতে পারছেন না।
সবার প্রত্যাশা ছিল অ্যাশেজের দ্বিতীয় টেস্টে কামিন্স ও হ্যাজলউডকে পাওয়া যাবে। দুজনকে পুরো সপ্তাহ সিডনিতে নেটে বোলিং করতে দেখা গেলেও ম্যাচ ফিট ঘোষণা করা হয়নি। ফলে প্রথম টেস্টের মতোই অপরিবর্তিত দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এদিকে কামিন্স না থাকায় পূর্বের মত দলকে নেতৃত্ব দেবেন স্টিভ স্মিথ।
অবশ্য স্কোয়াডে না থাকলেও প্যাট কামিন্স দলের সঙ্গেই থাকবেন। ব্রিসবেনে গিয়ে নিজের মত প্রস্তুতি চালিয়ে যাবেন। কিন্তু সামনের ম্যাচে মাঠে নামার মতো অবস্থায় নেই তিনি। তাই পরের টেস্টে হয়তো দেখা যেতে পারে বিশ্বকাপজয়ী এই অজি তারকাকে।
এদিকে চোটে আক্রান্ত হলেও দলে রাখা হয়েছে উসমান খাজাকে। পার্থে প্রথম ইনিংসে মাত্র এক রান করেছিলেন তিনি। পরে ক্যাচ নিতে গিয়ে পড়ে যাওয়ার পর পিঠের ব্যথা আরও বেড়ে যায় তার। সে কারণেই দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি। তার জায়গায় ওপেনিংয়ে ওঠেন ট্রাভিস হেড এবং দুর্দান্ত ব্যাটিং করে ৮৩ বলে ১২৩ রান করে ম্যাচ জেতান।
এদিকে খাজা না খেললে ট্রাভিস হেড ওপেনিংয়ে উঠে আসতে পারেন এবং অলরাউন্ডার বো ওয়েবস্টার জায়গা পেতে পারেন ছয় নম্বরে।
ইতিমধ্যেই পার্থ টেস্ট জিতে অস্ট্রেলিয়া সিরিজে ১–০ তে এগিয়ে আছে। পাঁচ ম্যাচ সিরিজে এখনো চারটি টেস্ট বাকি। আগামী ৪ নভেম্বর ব্রিসবেনে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড।
অস্ট্রেলিয়া দল: স্টিভ স্মিথ (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জেক ওয়েদারেল্ড, বো ওয়েবস্টার।
ক্রিফোস্পোর্টস/২৮নভেম্বর২৫/টিএ