Connect with us
ক্রিকেট

ম্যাচ হারের পর অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

আলিসা হিলি
আলিসা হিলি। ছবি: সংগৃহীত

সেমিফাইনালে পাহাড়সম রান করেও ভারতের কাছে হেরে নারী ওয়ানডে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে অস্ট্রেলিয়া। বিদায়ের দিনে অজি ভক্তদের জন্য দুঃসংবাদ দিয়েছেন আলিসা হিলি।

সেমিফাইনাল ম্যাচের মাধ্যমে ক্যারিয়ারের শেষ ওয়ানডে বিশ্বকাপ খেলে ফেলেছেন তিনি। রেকর্ড ৭ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে ২ বার ট্রফি জয়ে অবদান ছিলো হিলির। ২০১৩ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন হিলি। সবশেষ বিশ্বকাপ জয়েও ছিলো তার বড় অবদান, দিয়েছেন দলের নেতৃত্বও।

অজিদের ব্যাটিংয়ের অন্যতম ভরসার নাম হিলি, আছেন দুর্দান্ত ফর্মেও। তারপরও বয়স আর ফিটনেস বিবেচনায় ওয়ানডে থেকে সরে দাঁড়ানোর পরিকল্পনা তার।



অবসরের বিষয়ে হিলি বলেন, ‘আমি সেখানে (পরের বিশ্বকাপ) থাকব না। পরের চক্রে তাকানো সৌন্দর্যই এমন, আমরা দেখব কী অপেক্ষায়। আগামী বছরের মাঝামাঝি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে, আমাদের দলের জন্য যা রোমাঞ্চকর। তবে আমার মনে হয়, আমাদের ওয়ানডে ক্রিকেটে কিছুটা পালাবদল দেখা যাবে আবার।’

ম্যাচ হারের বিষয়ে হিলি বলেন, ‘যথেষ্ট সুযোগ আমরা তৈরি করেছিলাম, চাপ সৃষ্টি করেছিলাম। কিন্তু কাজে লাগাতে পারিনি। আমার নিজেরও দায় আছে। এখান থেকে আমরা শিখব। আরও সমৃদ্ধ হব এবং আমাদের ওয়ানডে ক্রিকেট আশা করি আরও উন্নতি করবে।’

ক্রিফোস্পোর্টস/৩১অক্টোবর২৫/এআই

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট