
মাইনর লিগ ক্রিকেটের এবারের শিরোপা জিতে নিয়েছে আটলান্টা ফায়ার। চার্চ সেন্ট পার্কে অনুষ্ঠিত এই ফাইনালে সাকিব আল হাসানের দল ৫ উইকেটে হারিয়েছে শিকাগো কিংসম্যানকে। বল হাতে ওভারের শুরুতেই আঘাত হানেন সাকিব, আর ব্যাট হাতে দায়িত্ব নেন অ্যারন জোন্স।
টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শিকাগো। প্রথম ওভার তুলে নেন সাকিব। ওপেনার রমিজ রাজাকে প্রথম বলেই ফেরান তিনি। পুরো প্রথম ওভারই দেন মেইডেন। তবে এরপর থেকে শিকাগোকে ভরসা জোগান ফারাজ আলি। তিনি একাই গড়েন বড় ইনিংস। ৬০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় অপরাজিত ৯২ রান করেন তিনি। কিন্তু অন্য প্রান্তে কেউ সেভাবে রান করতে না পারায় নির্ধারিত ২০ ওভারে শিকাগোর সংগ্রহ দাঁড়ায় ১৫৫ রানে। আটলান্টার হয়ে সাকিব ৪ ওভারে দেন ২৮ রান, বিনিময়ে নেন ১ উইকেট।
১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই চাপে পড়ে আটলান্টা। ওপেনার ঋষি পান্ডে এবং তিনে নামা পল পালমার দ্রুতই সাজঘরে ফেরেন। সাগর প্যাটেল ১৭ রান করে আউট হন। এরপর দলের হাল ধরেন অ্যারন জোন্স। তিনি ৪৮ বলে ৬১ রানের দায়িত্বশীল ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
ব্যাট হাতে সাকিবও ছোট ভূমিকা রাখেন। ১২ বলে ১৩ রান করেন তিনি সাথে একটি ছক্কা হাঁকান। শেষদিকে সাকিব ও জোন্স মিলে দলকে চাপমুক্ত করেন। শেষ পর্যন্ত ৫ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় আটলান্টা ফায়ার।
তবে এই জয়ে আটলান্টার হয়ে সাকিব বড় ভূমিকা রাখলেও ম্যাচসেরা হন অ্যারন জোন্স। সতীর্থদের মতে সাকিবের প্রথম ওভারের উইকেট মেইডেনই ফাইনালের মোড় ঘুরিয়ে দেয়।।
ক্রিফোস্পোর্টস/৬অক্টোবর২৫/টিএ
