Connect with us
ক্রিকেট

অবশেষে ওয়ানডেতে বছরের দ্বিতীয় জয় পেল বাংলাদেশ

At last, Bangladesh earned their second ODI victory of the year.
জয় দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরু বাংলাদেশের। ছবি- বিসিবি

ওয়ানডেতে যেন জিততেই ভুলে গিয়েছিল বাংলাদেশ। চলতি বছরের শুরুতে কোনো জয় ছাড়াই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষ হয় শান্তদের। এরপর জুলাইয়ে শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল টাইগাররা। সদ্য সমাপ্ত আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে ৩-০ তে হোয়াইটওয়াশ হয়েছে মেহেদি হাসান মিরাজের দল। অবশেষে ওয়েস্ট সিরিজ দিয়ে জয়ে ফিরল লাল-সবুজের দল।

আজ শনিবার (১৮ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে ৪৯.৪ ওভারে ২০৭ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ৩৯ ওভারে ১৩৩ রান তুলে অলআউট হয়ে যায় ক্যারিবিয়ানরা।

চলতি বছর ওয়ানডেতে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে প্রথম জয়টি এসেছিল জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে। মিরাজের নেতৃত্বেও এটি টাইগারদের দ্বিতীয় ওয়ানডে জয়।



স্বল্প রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৪৫ রান তুলে নেয় ক্যারিবিয়ানরা। এরপর ইনিংসের ১২তম ওভারে নিজের প্রথম স্পেলেই উইকেট তুলে নেন রিশাদ। দলের ৫১ রানে রিশাদকে উইকেট দিয়ে ফেরেন অ্যালিক অ্যাথেনজি। ৩৬ বলে ২৭ রান করে বিদায় নেন এই ওপেনার।

এরপর তিনে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি ক্যাসি কার্টি। তাকে ক্রিজে সেট হতে দেননি রিশাদ। ইনিংসের ২০তম ওভারে ফের আঘাত হানেন এই লেগি। রিশাদের ঘূর্ণিতে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন কার্টি। সাজঘরে ফেরার আগে ৩০ বলে মোকাবিলা করে ৯ রান করেন এই ব্যাটার।

Rishad took 6 wickets

রিশাদের বল বুঝতেই পারেননি উইন্ডিজ ব্যাটাররা। ছবি- এএফপি

কার্টি ফেরার পরেই শুরু হয়ে উইন্ডিজের ব্যাটিং বিপর্যয়। দলের ১০০ রানের মধ্যেই ৬টি উইকেট হারায় তারা। এর মধ্যেই ৫টি তুলে নেন রিশাদ। এরপর ওয়েস্ট ইন্ডিজ তাকিয়ে ছিল অধিনায়ক শাই হোপ ও জাস্টিন গ্রিবসের ব্যাটের দিকে। তবে সুবিধা করতে পারেননি তারাও। দলের ১১৮ তানভীর ইসলাকে উইকেট দিয়ে ফেরেন হোপ। ৩২ বলে ১৫ রান করে ফেরেন উইন্ডিজ অধিনায়ক।

এরপর আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। এই পেসার এসে পরপর দুই ওভারে শেফার্ড (১) ও গ্রিবসকে (১২) ফেরান। এরপর রিশাদ শেষ উইকেট নিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।

রিশাদ ৯ ওভারে মাত্র ৩৫ রান দিয়ে ৬ উইকেট তুলে নেন। মুস্তাফিজ ৫ ওভারে ১৬ রান দিয়ে শিকার করেন ২টি উইকেট। এছাড়া একটি করে উইকেট নেন মিরাজ ও তানভীর।

এর আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৯০ বলে ৫১ রান করে তাওহীদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ৭৬ বলে ৪৬ রান আসে মাহিদুল ইসলাম অঙ্কনের ব্যাট থেকে। এছাড়া নাজমুল হোসেন শান্ত ৬৩ বলে ৩২, রিশাদ ১৩ বলে ২৬ এবং মিরাজ ২৭ বলে ১৭ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে ৩টি উইকেট শিকার করেন জ্যাডেন সিলস। ২টি করে উইকেট নেন জাস্টিন গ্রিবস ও রস্টন চেজ। এছাড়া একটি করে উইকেটের দেখা পান খ্যারি পিয়ের ও রোমারিও শেফার্ড।

সংক্ষিপ্ত স্কোর :

বাংলাদেশ : ২০৭/১০ (৪৯.৪ ওভার)

ওয়েস্ট ইন্ডিজ : ১৩৩/১০ (৩৯ ওভার)

ফলাফল : বাংলাদেশ ৭৪ রানে জয়ী

ক্রিফোস্পোর্টস/১৮অক্টোবর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট