Connect with us
ক্রিকেট

৪ দিনের টেস্ট চালুর পথে আইসিসি, ৩ দেশের পাঁচ দিন

test championship
ছবি: সংগৃহীত

সাদা পোশাকে দীর্ঘদিন ধরে ৫ দিনের টেস্ট ম্যাচ খেলে আসছে টেস্ট খেলুড়ে দেশগুলো। তবে এবার পরিবর্তন আসছে ক্রিকেটের এই ফরম্যাটে। তুলনামূলক কম শক্তিশালী দলগুলোকে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ নিশ্চিত করতে চায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) আরও দল অন্তভুর্ক্ত করতে ইচ্ছুক আইসিসি। একইসাথে ম্যাচ সংখ্যাও বাড়াতে চায় তারা। এই প্রেক্ষিতে চার দিনের টেস্ট ম্যাচের প্রস্তাব করেছেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

জানা গেছে ২০২৭-২৯ চক্রকে সামনে রেখে এ পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে সংস্থাটি।



তবে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারত এই তিন দেশ পাঁচ দিনের টেস্টই খেলবে। এছাড়া, অ্যাশেজ, বর্ডার-গাভাসকার ট্রফি এবং সদ্য নামকরণ হওয়া অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির মতো ঐতিহ্যবাহী সিরিজগুলো ৫ দিনের হবে।

চার দিনের টেস্ট নিয়ে আইসিসি আরও আগে থেকেই কাজ শুরু করেছে।


আরও পড়ুন

» দুই সেঞ্চুরিতে গল টেস্টের প্রথম দিন বাংলাদেশের

» শান্তর পর হাসলেন মুশফিক, পেলেন ১২তম সেঞ্চুরির স্বাদ


২০১৭ সালে এটি প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজে চালু হয়। ইংল্যান্ড সম্প্রতি জিম্বাবুয়ের বিপক্ষে ট্রেন্ট ব্রিজে এমন একটি ম্যাচ খেলে।

এর আগে আয়ারল্যান্ডের সঙ্গেও তারা ২০১৯ ও ২০২৩ সালে চার দিনের ম্যাচ খেলেছে।

নতুন প্রস্তাব অনুযায়ী, চার দিনের টেস্টে প্রতিদিন ন্যূনতম ৯৮ ওভার খেলার নিয়ম থাকবে, যেখানে পাঁচ দিনের ম্যাচে এটি ৯০ ওভার। এতে সময়ের ঘাটতি কিছুটা পুষিয়ে নেয়া সম্ভব হবে এবং তিন ম্যাচের একটি সিরিজ মাত্র তিন সপ্তাহেই শেষ করা যাবে।

এদিকে মঙ্গলবার বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হয়েছে ২০২৫-২৭ চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। এই চক্রের ম্যাচগুলো ৫ দিনের করেই হবে। মোট ২৭টি টেস্ট সিরিজ হবে নয়টি দলের মধ্যে। যার মধ্যে ১৭টি হবে দুই ম্যাচের এবং ছয়টি সিরিজ হবে তিন ম্যাচের।

ক্রিফোস্পোর্টস/১৭জুন২৫/আইএস

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট