Connect with us
অন্যান্য

ক্রীড়া উপদেষ্টা হলেন আসিফ নজরুল

Asif Nazrul has become the Sports Adviser.
আসিফ নজরুল। ছবি- সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে গতকাল (১০ ডিসেম্বর) পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। দুটি মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন তিনি। যার মধ্যে একটি ছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। তার পদত্যাগের পর নতুন করে দায়িত্ব পেয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। 

গতকাল একইসঙ্গে পদত্যাগ করেন দুই উপদেষ্টা আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তফসিল ঘোষণার আগে পদত্যাগ করেন তারা। তাদের পদত্যাগের পর দফতর পুনর্বন্টন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার দফতর থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করার পর মন্ত্রিপরিষদ বিভাগ গেজেট প্রকাশ করে।

নতুন গেজেট অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ নজরুল। তিনি একইসঙ্গে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন। আগামী নির্বাচনের আগে এই তিনটি মন্ত্রনালয়ের দায়িত্ব পালন করবেন তিনি।



এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পেয়েছিলেন। ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্বে আসার পর দেশের ক্রীড়াঙ্গনে বেশকিছু পরিবর্তন আনতে সক্ষম হন তিনি। গত এক বছরের বেশি সময়ে দেশের ক্রিকেট, ফুটবলসহ অন্যান্য খেলাকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছেন তিনি।

আসিফ মাহমুদ দায়িত্বে আসার পর দেশের ফুটবল অঙ্গনে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। দেশের ফুটবলের নবজাগরণের পেছনে বাফুফের নতুন কমিটির পাশাপাশি তারও ভূমিকা অনেক। ফুটবলের পাশাপাশি ক্রিকেটর উন্নয়নেও নজর ছিল তার। ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন এবং দুর্নীতি রোধেও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে বড় বড় পদক্ষেপ নিয়েছেন। এছাড়া দেশের বিভিন্ন ক্রীড়া ফেডারেশনগুলোর সংস্কার, ফেডারেশনগুলোর জবাবদিহিতা বাড়ানো, দেশের তৃনমুল পর্যায়ে খেলাধুলা পৌঁছে দিতে অসংখ্য উদ্যোগ গ্রহণ করেন।

এবার নতুন করে দায়িত্বে এলেন আসিফ নজরুল। যদিও তিনি বেশিদিন দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছেন না। আগামী বছরের ফেব্রুয়ারিতেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এরপর নতুন করে সরকার গঠিত হলে দায়িত্বে আসবে নতুন কেউ।

ক্রিফোস্পোর্টস/১১ডিসেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in অন্যান্য