
এশিয়া কাপে দ্বিতীয় ম্যাচে এসেই যেন সমর্থকদের আশা-প্রত্যাশা কিংবা স্বপ্নে পানি ঢেলে দিয়েছে বাংলাদেশ দল। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে যাওয়া লিটনরা গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পথে।
হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এশিয়া কাপ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচে এসেই হোঁচট খেয়েছে টাইগাররা। চ্যাম্পিয়ন হওয়ার মেন্টালিটি নিয়ে খেলতে যাওয়া দলটি শ্রীলঙ্কার বিপক্ষে যে পারফরম্যান্স দেখিয়েছে, তাতে সঙ্গী হয়েছে বাজে ধরনের হার। টাইগারদের কোনো পাত্তা না দিয়েই ৬ উইকেটের জয় তুলে নেয় লঙ্কানরা।
ক’দিন আগেই যাদেরকে ঘরের মাটিতে সিরিজ হারিয়েছে বাংলাদেশ, তাদের বিপক্ষে এশিয়া কাপে এমন বাজেভাবে হার মেনে নিতে পারছেন না অনেকেই। এমনকি ক্রিকেটাররাও বেশ হতাশ। এই হারের পর টাইগারদের সুপার ফোরে ওঠার সম্ভাবনাও ক্ষীণ হয়ে গেছে।
তবে টাইগারদেরকে এখনই হতাশ না হওয়ার উপদেশ দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শেষ ম্যাচের আগে লিটনদের আশাবাদী থাকতে বলেছেন তিনি।
আসিফ মাহমুদ বলেন, ‘হতাশ হওয়ার কিছু নেই। এখনো আশাবাদী থাকা উচিত। আরও একটি ম্যাচ বাকি আছে। যদিও আজকের খেলায় আরও ভালো করা যেত। শুরু থেকেই আমাদের দলের ধারাবাহিকতা নিয়ে সমস্যা আছে। আশা করি পরের ম্যাচে ভালো কিছু হবে।’
বাংলাদেশের এখনো একটি ম্যাচ বাকি আছে আফগানিস্তানের বিপক্ষে। বিভিন্ন সমীকরণ মিলিয়ে এখনো টাইগারদের পক্ষে সেমিতে ওঠা সম্ভব। এ প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘এটা পুরোপুরি নির্ভর করছে শেষ ম্যাচে আমাদের পারফরম্যান্সের ওপর। দেখা যাক পরের ম্যাচে কি হয়।’
আগামী মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
ক্রিফোস্পোর্টস/১৪সেপ্টেম্বর২৫/বিটি
