Connect with us
ভিডিও গ্যালারি

সাফের মুকুট মাথায় এশিয়ার চ্যালেঞ্জ, এবার লক্ষ্য আরও বড়

Bangladesh U20 Women Football team
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। ছবি- সংগৃহীত

সাফের মুকুট মাথায় এখন এশিয়ার চ্যালেঞ্জ! লাওসে বসছে অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইয়ের আসর। বাংলাদেশ দল চূড়ান্ত- একটিও পরিবর্তন ছাড়াই।

মাত্রই ঘরের মাঠে টানা ছয় ম্যাচে জয় তুলে নিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন হয়েছে মেয়েরা। পূর্ণ ১৮ পয়েন্ট, দুর্দান্ত ছন্দ- এবার সেই দলই নামবে এশিয়ান কাপের বাছাইয়ে।

আজ বাফুফে ভবনে ঘোষণা করা হয় ২৩ সদস্যের স্কোয়াড। কোনো পরিবর্তন নেই- সাফজয়ী দলের সবাই রয়েছেন মূল দলে। দলের দায়িত্বে আগের মতোই পিটার বাটলার।


আরও পড়ুন 

» নেপালের মাটিতে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ

» আমরা কেবল শুরু করেছি : রোনালদো


সবকিছু ঠিকঠাক থাকলে ২ আগস্ট দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। লক্ষ্য- এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়া।

‘এইচ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ, স্বাগতিক লাওস, পূর্ব তিমুর ও দক্ষিণ কোরিয়া। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে; ৬ আগস্ট, ৮ আগস্ট ও ১০ আগস্ট।

এশিয়ান বাছাইয়ে অতীতটা অবশ্য আশাব্যঞ্জক নয়। ১২ ম্যাচে জয় মাত্র দুটিতে। তবে এবার ভিন্ন ছন্দে, আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে লাল-সবুজের মেয়েরা। সাফের পর এশিয়া- লক্ষ্য আরও বড়। তরুণীরা এবার ইতিহাস গড়তে চায় লাওসের মাঠে।

ক্রিফোস্পোর্টস/৩১জুলাই২৫/এসএ/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ভিডিও গ্যালারি