১৯৩০ সালে উরুগুয়েতে প্রথম বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। ফুটবল বিশ্বকাপের ইতিহাসে এখন পর্যন্ত মোট ২২টি আসর অনুষ্ঠিত হয়েছে। আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে অনুষ্ঠিত হবে ২৩তম বিশ্বকাপ। এই আসর দিয়ে এক নতুন মাইলফলক হতে যাচ্ছে।
বিশ্বকাপ ইতিহাসের ১০০০তম ম্যাচ মাইলফলক স্পর্শ হতে যাচ্ছে ২৩তম আসরে। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হয়েছিল ২২তম আসর। ফিফার পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বকাপের সবশেষ ২২ আসরে মোট ৯৪৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এবারের আসরে ৩৬তম ম্যাচটি হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ইতিহাসের হাজারতম ম্যাচ।
ফিফার সূচি অনুযায়ী, এবারের বিশ্বকাপে ৩৬তম ম্যাচটি খেলবে এশিয়ার পরাশক্তি জাপান। মাইলফলকের এই ম্যাচে জাপানের প্রতিপক্ষ তিউনিসিয়া। আগামী ২০ জুন মেক্সিকোর মন্তেরেতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
এবারের বিশ্বকাপে এফ গ্রুপে রয়েছে জাপান ও তিউনিসিয়া। এই গ্রুপে রয়েছে ইউরোপের শক্তিশালী দল নেদারল্যান্ডস। বাকি আরেকটি দলও আসবে ইউরোপ থেকে। ইউরোপিয়ান প্লে অফ জিতে চতুর্থ দল হিসেবে তাদের সঙ্গে যোগ দেবে ইউক্রেন, পোল্যান্ড, সুইডেন ও আলবেনিয়ার মধ্যে থেকে যেকোনো একটি দল।
এদিকে ২৩তম আসর দিয়ে এক নতুন উচ্চতায় পৌঁছাতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বিশ্বকাপ। যেখানে প্রথমবারের মতো থাকছে রাউন্ড অব ৩২। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপের ফাইনালসহ মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
এবারের বিশ্বকাপের ম্যাচগুলো আয়োজিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ১১ টি ভেন্যুতে সবচেয়ে বেশি ৭৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তাছাড়া কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত সব ম্যাচই যুক্তরাষ্ট্রে হবে। আর মেক্সিকোর ৩ টি ভেন্যুতে ১৩টি এবং কানাডার ২টি ভেন্যুতে সমান ১৩টি ম্যাচ অনুষ্ঠিত হবে।
ক্রিফোস্পোর্টস/৭ডিসেম্বর২৫/বিটি