Connect with us
ক্রিকেট

এশিয়া কাপ: যে সমীকরণ সুপার ফোরে উঠতে পারে বাংলাদেশ

asiacup_time
এশিয়া কাপ মিশনে প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে হোচট খেয়েছে টাইগাররা। ছবি- ক্রিকইনফো

এশিয়া কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যতটানা আলোচনা হয়েছে, তার চেয়ে বেশি আলোচনায় ছিল দল গঠন। এশিয়া কাপে টাইগারদের দল নিয়ে পক্ষে বিপক্ষে ব্যপক আলোচনাও হয়েছে। ক্রিকেটার মাহমুদউল্লাহর দলে সুযোগ না পাওয়ার বিষয়টিও ক্ষুব্ধ করেছে সমর্থকদের। তবে সব আলোচনা-সমালোচনা পাশ কাটিয়ে জয়ের মিশন নিয়েই লঙ্কান বিমান ধরেছিল সাকিব বাহিনী।

তবে টাইগার ক্রিকেট প্রেমীদের হতাশ করে টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার কাছে ধরাশায়ী হয়েছে টিম বাংলাদেশ।

বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটের বিশাল ব্যবধানে হারায় লঙ্কানরা।

বি গ্রুপে বাংলাদেশ-শ্রীলঙ্কা ছাড়াও রয়েছে আফগানিস্তান। আসরে গ্রুপ পর্বে মাত্র দুটি করে ম্যাচ খেলতে পারবে দুদল। প্রথম ম্যাচে জিতে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছে সহযোগী আয়োজক শ্রীলঙ্কা। আর শুরুতেই হোচট খাওয়া বাংলাদেশের সামনে এখন বেশ কঠিন সমীকরণ।

যে সমীকরণ সুপার ফোরে উঠতে পারে বাংলাদেশ:

এক.
হার দিয়ে এশিয়া কাপ মিশন শুরু করা বাংলাদেশকে সুপার ফোরে উঠতে হলে আফগানিস্তানের বিপক্ষে পরবর্তী ম্যাচে জয় পেতে হবে। এছাড়াও শ্রীলঙ্কাকে তাদের পরের ম্যাচে আফগানদের হারাতে হবে। তাহলে পরের রাউন্ডে শ্রীলঙ্কা ও বাংলাদেশ জায়গা করে নেবে, বাদ পড়বে রশিদখানরা।

দুই.
আর যদি বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষে জয় পায় কিন্তু শ্রীলঙ্কা আফগানদের কাছে হেরে যায়, তাহলে রান রেটে যে দুদল এগিয়ে থাকবে তারা সুপার ফোরে চলে যাবে।

এদিকে এসব সমীকরণ মেলাতে আফগানিস্তানের বিপক্ষে পরের ম্যাচে বাংলাদেশকে অবশ্যই জিততে হবে।
আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের টিকে থাকার ম্যাচটি আগামী ৩ সেপ্টেম্বর পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত হবে। দুদিন পর ৫ সেপ্টেম্বর একই মাঠে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান।

আরও পড়ুন: এশিয়া জয়ের স্বপ্নে শুরুতেই বড় ধাক্কা বাংলাদেশের

ক্রিফোস্পোর্টস/১সেপ্টেম্বর২৩/এসএ

Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট