Connect with us
ক্রিকেট

মিরাজকে ছাড়াই এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা

মেহেদি মিরাজ। ছবি - সংগৃহীত

আগামী ৩০ সেপ্টেম্বর শুরু হতে যাচ্ছে মহাদেশীয় এই সর্বোচ্চ প্রতিযোগিতা এশিয়া কাপ। এবার সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে একই ফরম্যাটে হতে যাচ্ছে এশিয়া কাপের নতুন আসর। এশিয়া কাপের জন্য ঘোষণা করা বাংলাদেশের দলে জায়গা হয়নি মেহেদী হাসান মিরাজের।

আগামী ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের সঙ্গে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ওই সিরিজ থেকে ছুটি নিয়েছেন মিরাজ।

তবে সেই ছুটি অলিখিতভাবে বর্ধিত হয়ে এবার আসন্ন এশিয়া কাপেও তাকে দলের বাইরে থাকতে হচ্ছে। অবশ্য স্ট্যান্ডবাই ক্রিকেটারের তালিকায় আছেন মিরাজ, ফলে কঠিন হলেও খেলার সুযোগ আছে তার সামনে।



এ বিষয়ে বাংলাদেশের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘মিরাজ টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে আমাদের অমূল্য সম্পদ। শুধু আমাদের নয়, বিশ্ব ক্রিকেট তাকে অলরাউন্ড পারফরম্যান্সের জন্য চেনে। পাশাপাশি টি-টোয়েন্টি ক্রিকেটের প্রভাব ব্যাটিংয়ে পড়ে, বোলিংয়ে আরও বেশি পড়ে। এশিয়া কাপে ১৭ জনের স্কোয়াড হলে দলে থাকতেন মিরাজ।’

লিপু আর জানান, ‘এখনও মিরাজ এই সংস্করণকে ভালোবাসে, খেলতে চায়। কিন্তু তিনিও চিন্তা করেন প্রভাব কতটুকু পড়ে (বাকি দুই সংস্করণে)। এটা নিয়ে আমরা খোলামেলা কথা বলি। দলের সংকট হলে অবশ্যই তাকে খেলতে হবে। প্রথম একাদশে যদি আমরা সিরিয়াস সংকটে পড়ে যাই, অবশ্যই তাকে নেব এবং সে–ও আসবে। আমরাও কিছুটা মনে করি, এই দুইটা জায়গা (টেস্ট ও ওয়ানডে) তার জন্য অনেক মানানসই।’

এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড:

লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন।

ক্রিফোস্পোর্টস/২৪আগস্ট২৫/এমএ

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট