যুব এশিয়া কাপে গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। আফগানিস্তান ও নেপালের বিপক্ষে টানা দুই জয়ে শেষ চারে ওঠার পথ সহজ করে ফেলে যুবারা। গ্রুপের আরেক ম্যাচে শ্রীলঙ্কার কাছে আফগানিস্তানের হারের মধ্য দিয়ে বাংলাদেশের সেমিফাইনাল নিশ্চিত হয়ে যায়।
গ্রুপ পর্বে বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দলই প্রথম দুই ম্যাচে জয় পেয়ে চার পয়েন্ট সংগ্রহ করেছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় আপাতত গ্রুপের শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা, বাংলাদেশ আছে দুই নম্বরে। গ্রুপের শেষ ম্যাচে ১৭ ডিসেম্বর মুখোমুখি হবে এই দুই দল। সেই ম্যাচের ফলেই নির্ধারিত হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
বাংলাদেশ যদি শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপের শীর্ষে উঠে আসে, তাহলে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ‘এ’ গ্রুপের রানার্সআপ। ওই গ্রুপে এখনো সমীকরণ পুরোপুরি শেষ হয়নি। আজ ১৬ ডিসেম্বর পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার ম্যাচের ফলের ওপর অনেকটাই নির্ভর করছে রানার্সআপ কারা হবে। তবে শক্তিমত্তার বিচারে ভারত সেখানে চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে বেশ এগিয়ে রয়েছে। মালয়েশিয়ার বিপক্ষে জিতলে স্বাভাবিকভাবেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে ভারত।
অন্যদিকে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার কাছে হারলে রানার্সআপ হিসেবেই সেমিফাইনালে যেতে হবে বাংলাদেশকে। সে ক্ষেত্রে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে ভারত। গ্রুপ ‘এ’-এর বর্তমান অবস্থান অনুযায়ী শেষ ম্যাচ জিতলেই শীর্ষে থেকে পরের রাউন্ডে চলে যাবে টিম ইন্ডিয়া। যদিও ইতিমধ্যেই টানা দুই ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত।
সব মিলিয়ে বাংলাদেশের সামনে এখন দুটি পথ। গ্রুপ চ্যাম্পিয়ন হলে সেমিফাইনালে অপেক্ষা করতে পারে পাকিস্তান বা সংযুক্ত আরব আমিরাতের মতো দল। আর রানার্সআপ হলে কঠিন চ্যালেঞ্জ হিসেবে সামনে আসতে পারে ভারত।
আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের দুই সেমিফাইনাল। ২১ ডিসেম্বর মাঠে গড়াবে যুব এশিয়া কাপের ফাইনাল। গ্রুপের শেষ ম্যাচের ফলের দিকেই এখন তাকিয়ে আছে বাংলাদেশ।
ক্রিফোস্পোর্টস/১৬ডিসেম্বর২৫/টিএ
