Connect with us
ক্রিকেট

বাড়ছে এশিয়া কাপের প্রাইজমানি, চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল কত পাবে?

Asia Cup prize money rises, How much for winner and runner-up
২০২৫ এশিয়া কাপের ৮ দল। ছবি- এসিসি

দুই বছর পর আবার মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। ২০২৩ সালের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টের সবশেষ আসর। ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত সেই আসরের ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল ভারত।

সবশেষ আসরে ফাইনাল জিতে ১ কোটি ২৫ লাখ টাকা প্রাইজমানি পেয়েছিল ভারত। তবে এবারের আসরে বাড়ছে প্রাইজমানি। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, ২০২৫ এশিয়া কাপের চ্যাম্পিয়ন ও রানার্স দলের পুরস্কারমূল্য দ্বিগুণ বেড়েছে। ইতোমধ্যে প্রাইজমানি নির্ধারণের বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। খুব শিগগিরই হয়ত আনুষ্ঠানিক ঘোষণা জানাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, এবারের এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল পাবে ৩ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৪১ লাখ টাকা। যা গত আসরের প্রাইমানির চেয়ে দ্বিগুণ।



অন্যদিকে রানার্সআপ দল পাবে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা। এছাড়া টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের জন্য প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকার মতো প্রাইজমানি নির্ধারণ করা হয়েছে।

এবারের টি-টোয়েন্টি ফরম্যাটের এশিয়া কাপে মোট ৮ দল অংশ নেবে। এই দলগুলো দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপে ‘এ’ তে রয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। যেখানে তাদের সঙ্গী হিসেবে রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। আর ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং।

সংযুক্ত আরব আমিরাতে আজ (৯ সেপ্টেম্বর) রাতেই পর্দা উঠছে এশিয়া কাপের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে হংকং। গ্রুপ পর্ব শেষে সুপার ফোর ও ফাইনালের মধ্য দিয়ে ২৮ সেপ্টেম্বর পর্দা নামবে এই মহাদেশীয় টুর্নামেন্টের।

ক্রিফোস্পোর্টস/৯সেপ্টেম্বর২৫/বিটি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in ক্রিকেট