
চলতি মাসের শেষ সপ্তাহে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) নির্বাহী কমিটির সভা। আসন্ন এই সভায় চূড়ান্ত হবে এশিয়া কাপের সূচি। তবে এই সভায় ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা রয়েছে।
এসিসির সভা সামনে রেখে সকল ধরনের প্রস্তুতি নিচ্ছে বিসিবি। আগামী ২৪ জুলাই ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই সভা অনুষ্ঠিত হবে। আসন্ন এই সভায় সকল সদস্য দেশের উপস্থিতি কামনা করছে বিসিবি।
আজ শনিবার (১২ জুলাই) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। এ সময় এসিসির সভা প্রসঙ্গে এই বিসিবি পরিচালক বলেন, ‘ঢাকায় এসিসির সভা আয়োজনের জন্য সকল প্রস্তুতি নিচ্ছি আমরা। সভাটি হবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে। আশা করছি, এই সভায় সকলে উপস্থিত থাকবেন।’
আরও পড়ুন:
» দ্রুততম ৭৫০০ রান ও ৪৫০ উইকেটের কীর্তি গড়লেন সাকিব
» সাকিবের জন্য জাতীয় দলের দরজা খোলা, বলছে বিসিবি
কিন্তু এসিসির সভায় অংশ নিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কোনো প্রতিনিধি আসবেন কি না তা অনিশ্চিত। তবে কেউ না আসলে ভার্চুয়ালি সভায় যুক্ত থাকার ব্যবস্থা করবে বিসিবি।
মিঠু বলেন, ‘এই সভায় ভারত অংশ নেবে কি না তা এখনো অনিশ্চিত। এটা তাদের বোর্ড ও রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়। তবে আমরা আশা করছি, ভারত অংশ নেবে। যদি কোনো কারণে কেউ না আসে, তাহলে তারা ভার্চুয়ালি সভায় যুক্ত হতে পারবে।’
২০২৫ সালের এশিয়া কাপ আয়োজনের কথা ছিল ভারতের। তবে সেপ্টেম্বরে টুর্নামেন্ট শুরু হওয়ার কথা থাকলেও এখনো টুর্নামেন্টের সূচি কিংবা ভেন্যু কিছুই নির্ধারিত হয়নি। ভারতের মাটিতে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়া নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তাই এ বিষয়ে সভা ডেকেছে এসিসি।
আগামী ২৪ জুলাই ঢাকায় এসিসি ও পিসিবি সভাপতি মহসিন নাকভির উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হবে। আর এই সভাতেই এশিয়া কাপের চূড়ান্ত সূচি অনুমোদন ও প্রকাশিত হতে পারে।
ক্রিফোস্পোর্টস/১২জুলাই২৫/বিটি
