
হকির এশিয়া কাপের সুযোগ যেন কুড়িয়ে পেয়েছে বাংলাদেশ। ভারত স্বাগতিক হওয়ায় এই আসর থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে পাকিস্তান। আর এতে করে সুযোগ পেয়েছে বাংলাদেশ। ২৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের সূচি প্রকাশ হয়েছে আজ।
এবারের আসরে দুটি পুলে চারটি করে খেলবে আট দল। পুল-একে বাংলাদেশের সাথে আছে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া ও চাইনিজ তাইপে। পুল-দুইয়ে স্বাগতিক ভারতের সঙ্গী জাপান, চীন ও কাজাখস্তান।
এবারের আসরের প্রথম দিনই অর্থাৎ ২৯ আগস্ট উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ, প্রতিপক্ষ মালয়েশিয়া। পরদিন লড়বে চাইনিজ তাইপের বিপক্ষে। এক দিন বিরতি নিয়ে ১ সেপ্টেম্বর শেষ ম্যাচে বাংলাদেশের খেলবে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে।
২০২৩ সালে সবশেষ এশিয়া কাপে মালয়েশিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় দক্ষিণ কোরিয়া। বাংলাদেশের জন্য সুপার ফোরে ওঠার রাস্তাটা তাই বেশ কঠিন।
এশিয়া কাপের সব ম্যাচ হবে ভারতের বিহার প্রদেশের রাজগীর শহরে। ১০ দিনের এই টুর্নামেন্টের ফাইনাল ৭ সেপ্টেম্বর। এশিয়া কাপে চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে আগামী বছরের হকি বিশ্বকাপে। সেরা পাঁচ দল সুযোগ পাবে বিশ্বকাপ বাছাইপর্বে।
ক্রিফোস্পোর্টস/১৯আগস্ট২৫/এনজি
