Connect with us
হকি

এশিয়া কাপ হকি : চায়নিজ তাইপেকে ৮ গোলে হারালো বাংলাদেশ

চায়নিজ তাইপেকে ৮-৩ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ : ছবি- সংগৃহীত

প্রথম দুই কোয়ার্টারে লড়াই হয়েছে সমানে-সমান। তবে পরের দুই কোয়ার্টারে পুরোপুরি দাপট দেখিয়েছে বাংলাদেশ হকি দল। এশিয়া কাপে আজ (মঙ্গলবার) চায়নিজ তাইপেকে ৮-৩ গোলে উড়িয়ে দিয়েছে মশিউর রহমান বিপ্লবের শিষ্যরা।

বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিবুল হাসান রকি ও আশরাফুল ইসলাম। ম্যাচসেরা হয়েছেন আব্দুল্লাহ।

বিহারের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সের ৩২ ডিগ্রি গরমে লড়াই শুরু হয় গোল দিয়ে। ম্যাচের চতুর্থ মিনিটেই সোহানুর রহমান সবুজের পাস থেকে রিভার্স হিটে বাংলাদেশকে এগিয়ে দেন আব্দুল্লাহ। তবে ১০ মিনিটে দূরপাল্লার শটে সমতা ফেরায় চায়নিজ তাইপে। ২৬ মিনিটে আবারও গোল করে দলকে সমতায় ফেরান আব্দুল্লাহ।



তৃতীয় কোয়ার্টারে এসে পুরো নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করেন সোহানুর রহমান সবুজ। এরপর মাত্র ছয় মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন রাকিবুল হাসান রকি। ৪৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে দুর্দান্ত শটে ব্যবধান বাড়ান আশরাফুল ইসলাম।

শেষ কোয়ার্টারেও থামেনি বাংলাদেশের গোলমুখী আক্রমণ। ৫৬ মিনিটে অধিনায়ক রেজাউল করিম বাবু ও ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন আশরাফুল। শেষ মুহূর্তে একটি গোল শোধ দিলেও বড় ব্যবধানের হার এড়াতে পারেনি চায়নিজ তাইপে।

পুল পর্বের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করেছিল আশরাফুল-রেজাউলরা।

ক্রিফোস্পোর্টস/৩০আগস্ট২৫/এনজি

Crifosports announcement
Click to comment

Leave a Reply

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Focus

More in হকি